এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে খেলার সম্ভাবনা শেষ টানা দুই ম্যাচ হারা বাংলাদেশের। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের কাছে হারে মাহবুবুর রহমান লিটুর দল। গতকাল দ্বিতীয় ম্যাচে ফিলিপাইনের কাছে হারে ৩-১ গোলে।
কিক-অফের পর দারুণ প্রতিদ্বন্দ্বিতার বার্তা দিয়েছে এই ম্যাচ। ৩ মিনিটে ইসাবেলা প্রেস্টনের গোলে এগিয়ে যায় ফিলিপাইন। পরের মিনিটেই সমতায় আসে বাংলাদেশ। গোল করেছেন সাগরিকা। ৩২ মিনিটে নিনা মাথালুসের গোলে ২-১ ব্যবধানে লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় ফিলিপাইন। ম্যাচের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে তৃতীয় গোল হজম করে ফিলিপিনাস ডাক নামের দলটি; গোলটি করেন জেলেনা পিদো।
প্রাথমিক পর্ব থেকে উত্তীর্ণ আট দল দুই গ্রুপে বিভক্ত হয়ে বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে খেলছে।
দুই ম্যাচ হেরে মূলপর্বে খেলার স্বপ্নটা বিসর্জন দিল বাংলাদেশ। ২০১৬ সালে বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মূল পর্বে খেলে বাংলাদেশ।
২০১৯ সালে পরের আসরের বাছাই ছিল দুই স্তরের। উভয় পরীক্ষা পাস করা বাংলাদেশ টানা দ্বিতীয়বারের মতো বয়সভিত্তিক এ প্রতিযোগিতার মাধ্যমে এশিয়ার শীর্ষ আট দলের তালিকায় প্রবেশ করে। মূল পর্বে খেলার হ্যাটট্রিকের হাতছানি ছিল এবার।
বাছাইয়ের শেষ গ্রুপ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ২০১৭ ও ২০১৯ সালের মূলপর্বে দেশটির বিপক্ষে খেলেছে
লাল-সবুজরা। ২০১৭ সালের মোকাবিলায় দারুণ প্রতিদ্বন্দ্বিতার পর ৩-২ ব্যবধানে হারতে হয়েছে। ২০১৯ সালের ম্যাচে ২-২ গোলের সমতা ছিল। টানা দুই ম্যাচ হারা বিধ্বস্ত বাংলাদেশ এবার কী করে—সেটা সময়ই বলবে।
মন্তব্য করুন