দ্বৈরথটা ছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে দক্ষিণ এশিয়া চ্যাম্পিয়নের। দুই দলের মধ্যে বিস্তর যে তফাৎ সেটা স্পষ্ট হলো এশিয়ান গেমস নারী ফুটবলে। যেখানে বাংলাদেশকে ৮-০ গোলে বিধ্বস্ত করল ২০১১ সালের বিশ্বচ্যাম্পিয়ন জাপান।
‘ডি’ গ্রুপের অসম লড়াইয়ের শুরুতে ঝুঁকির পথে হাঁটেনি বাংলাদেশ। পুরোপুরি রক্ষণাত্মক কৌশল নিয়েও প্রতিপক্ষের গোল উৎসব থামানো যায়নি। ম্যাচের দুই অর্ধে চারটি করে গোল করেছে আসরের অন্যতম ফেভারিট জাপান। চীনের ওয়াংজু স্পোর্টস সেন্টারে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ গোলমুখে প্রচণ্ড চাপ সৃষ্টি করে জাপান। কিক-অফের পর ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় ২০১৫ সালের বিশ্বকাপ ফাইনালিস্টরা। বক্সের ওপর থেকে চিবা রেমিনার জোড়ালো শট গোলরক্ষক রুপনা চাকমাকে সুযোগই দেয়নি। দুই মিনিট পর পেনাল্টি গোলে ব্যবধান দ্বিগুণ করেন মোমোকো তানিকাওয়া। বক্সের মধ্যে চিবাকে ফেলে দিয়ে পেনাল্টির বিপদ ডেকে আনেন মিডফিল্ডার মনিকা চাকমা। ২৯ মিনিটে চিবা নিজের দ্বিতীয় গোল করে স্কোরলাইন ৩-০ করেন। প্রথমার্ধের শেষ মিনিটে ইয়োশিনো নাকাসিমার শট সেন্টারব্যাক মাসুরা পারভীনের হাতে লাগলে পেনাল্টি পায় জাপান। ইউজুহো শিওকোসির স্পট-কিক রুপনার গ্লাভস ও সাইড পোস্টে লেগে ফিরে আসে, ফিরতি প্রচেষ্টায় সেই শিওকোসিই বল জালে পাঠান। ৪৯ মিনিটে মায়া হিজিকাতা স্কোরলাইন ৫-০ করেন। ৫৮ মিনিটে স্কোরশিটে নাম লেখান কতনো সাকাকিবারা। ৮০ মিনিটে তানিকাওয়া গোল উৎসবে যোগ দেন। ৮৫ মিনিটে সাকিবারা জাপানের শেষ গোল করেছেন। ২৫ সেপ্টেম্বর গ্রুপের দ্বিতীয় ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২৮ সেপ্টেম্বর শেষ গ্রুপ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।
মন্তব্য করুন