কোয়ার্টার ফাইনাল না খেলেই সরাসরি সেমিতে উঠে গেছেন নিগার সুলতানা জ্যোতিরা। চীনের হাংজুর জিজিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে ম্যাচটি হওয়ার কথা ছিল; কিন্তু বৃষ্টিবাধায় একটি বলও মাঠে গড়ায়নি। এতে গেমসের নিয়মে সেমিতে উঠে যায় বাংলাদেশ। কোয়ার্টার থেকে বাদ পড়েছে হংকং। সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আগামী রোববার ভারতের বিপক্ষে মাঠে নামবেন জ্যোতিরা।
গতকাল দুপুর ১২টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টি চলতে থাকায় দুই ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করা হয়েছিল। এতেও বৃষ্টি না কমায় পরে ম্যাচটি পরিত্যক্ত করা হয়। ভারতও সেমিতে উঠেছে কোনো বল না খেলে। বৃষ্টির কারণে মালয়েশিয়ার সঙ্গে তাদের ম্যাচটিও পরিত্যক্ত হয়েছে। যদিও দিনের প্রথম খেলায় থাইল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে শ্রীলঙ্কা। এবার সেমিতে পাকিস্তানের মুখোমুখি হবে তারা।
মন্তব্য করুন