আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী জানুয়ারি থেকে শ্রীলঙ্কায় হতে যাওয়া এ টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে পড়েছে ভারত। কলম্বোর পাঁচ ভেন্যুতে অনুষ্ঠিত হবে যুবাদের এ বৈশ্বিক আসর।
আগামী ১৩ জানুয়ারি উদ্বোধনী ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে জিম্বাবুয়ে। ৪ ফেব্রুয়ারিতে হবে টুর্নামেন্টের ফাইনাল। শিরোপা নির্ধারণীর জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। এবারের টুর্নামেন্টে অংশ নেবে মোট ১৬ দল। গ্রুপ ‘এ’-তে বাংলাদেশ, ভারত ছাড়াও আছে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আগামী ১৪ জানুয়ারি বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে ২০২০ বিশ্বকাপজয়ী বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচ ১৮ জানুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবেন টাইগার যুবারা।
মন্তব্য করুন