ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পুরো টুর্নামেন্টের জন্য মোট ১ কোটি ডলার প্রাইজমানি নির্ধারণ করেছে আইসিসি। এর মধ্যে ৪০ লাখ ডলার (বাংলাদেশি টাকায় ৪৩ কোটি ৬০ লাখ) পাবে বিশ্বকাপের ফাইনালে শিরোপাজয়ী দল; রানার্সআপ দল পাবে ২০ লাখ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ২২ কোটি)। আর সেমিতে পরাজিত দলগুলো পাবে ৮ লাখ ডলার বা ৮ কোটি ৭২ লাখ টাকা করে।
তবে রাউন্ড রবিন লিগ পর্বে বাদ পড়া প্রত্যেক দল পাবে ১ লাখ ডলার বা ১ কোটি ৯ লাখ টাকা। মোট ছয় দলের জন্য থাকবে সমানসংখ্যক প্রাইজমানি। এ ছাড়া পুরো টুর্নামেন্টের ৪৫ ম্যাচের জন্য রাখা হয়েছে ৪০ হাজার ডলার বা ৪৩ লাখ টাকা করে প্রাইজমানি। প্রত্যেক ম্যাচ জয়ের জন্য দলগুলো পাবে এ পরিমাণ বাড়তি টাকা।
মন্তব্য করুন