এএফসি কাপের প্রথম হোম ম্যাচে আজ মাঠে নামছে বসুন্ধরা কিংস। দলটির প্রতিপক্ষ ভারতীয় ক্লাব ওড়িশা এফসি। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। সরাসরি দেখাবে টি-স্পোর্টস।
অ্যাওয়ে ম্যাচে মালদ্বীপের ক্লাব মাজিয়ার কাছে ৩-১ গোলের হার দিয়ে আসর শুরু করেছে বসুন্ধরা কিংস। অন্যদিকে ঘরের মাঠে মোহনবাগানের কাছে ০-৪ গোলে হেরেছে ওড়িশা এফসি। দুই দলের জন্যই আজকের ম্যাচ ঘুরে দাঁড়ানোর মিশন।
প্রথম বাংলাদেশি ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ খেলেছে বসুন্ধরা কিংস। শারজাহ এফসির কাছে হারের পর দলটি এশিয়ান ক্লাব প্রতিযোগিতার দ্বিতীয় স্তরে খেলছে। ইন্টার জোন সেমিফাইনাল প্লে-অফে খেলার প্রাথমিক লক্ষ্য নিয়ে আসর শুরু করেছে টানা চারবারের বাংলাদেশ চ্যাম্পিয়নরা, যা বড় ধাক্কা খেয়েছে প্রথম ম্যাচেই।
‘মাজিয়ার বিপক্ষে আমাদের প্রত্যাশা বেশি ছিল; কিন্তু প্রস্তুতি ভালো ছিল না। এ ম্যাচে আমাদের সামনে কোনো অজুহাত নেই। আমার মনে হচ্ছে, দল সেরাটা দেওয়ার মতো অবস্থায় চলে এসেছে। আমাদের সামনে কঠিন এক ম্যাচ অপেক্ষা করছে’—ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলছিলেন বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোন।
২০১৪ সালে প্রতিষ্ঠিত ওড়িশা এফসি ইন্ডিয়ান সুপার লিগে খেলছে। গত মৌসুমে সুপার কাপ জয় করা দলটি ভারতীয় সুপার লিগে ভালো করছে। দুই রাউন্ড শেষে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে দলটি। শীর্ষে আছে ৬ পয়েন্ট সংগ্রহ করা মোহনবাগান।
ম্যাচের আগে প্রতিপক্ষ দল সম্পর্কে অস্কার ব্রুজোন বলেছেন, ‘ওড়িশা আমাদের মতোই নতুন ক্লাব। গত মৌসুমে সুপার কাপ জিতেছে দলটি। চলতি মৌসুমটাও ভালো শুরু করেছে। শীর্ষ মানের কোচ আছে তাদের। এ ম্যাচে ছোট বিষয়গুলো ব্যবধান গড়ে দেবে। দুই দলের জন্যই এ ম্যাচ
বাঁচা-মরার লড়াইয়ের মতো। হারলে টিকে থাকার সম্ভাবনাটা ক্ষীণ হয়ে আসবে।’
প্রাথমিক লক্ষ্য অর্জনের পথে এ ম্যাচকে মহাগুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করলেন বসুন্ধরা কিংসের অধিনায়ক রবসন রবিনিয়ো। ব্রাজিলিয়ান
প্লে-মেকারের কথায়, ‘ম্যাচ জিতে পরের রাউন্ডের আশা বাঁচিয়ে রাখতে মাঠের ভেতর যা করা প্রয়োজন তার সবই করতে হবে আমাদের।’ ব্রাজিলের সাওপাওলো থেকে উঠে আসা এ ফুটবলার আরও বলেছেন, ‘এটা গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা ঘরের মাঠে খেলব। বিষয়টা ভালো—নিজেদের দর্শকের সামনে খেলা যাবে।’
প্রতিপক্ষ দল সম্পর্কে বসুন্ধরা কিংস অধিনায়ক বলেছেন, ‘ওড়িশাকে নিয়ে আমরা খুঁটিনাটি বিশ্লেষণ করেছি। আমরা জানি, ম্যাচটা খুবই কঠিন হতে যাচ্ছে। আপাতত যা আমাদের নিয়ন্ত্রণে আছে, তাতেই মনোযোগ দিচ্ছি। দুই দলই কাছাকাছি মানের। রোমাঞ্চ আমাদের চারপাশে থাকা সমর্থকদের থাকতে পারে; কিন্তু আমরা ম্যাচেই মনোযোগ দিচ্ছি।’