১১ মাস নিষেধাজ্ঞার পর আন্তর্জাতিক অঙ্গনে ফেরাটা সুখকর হলো না রোমান সানার। এশিয়ান গেমসের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্ট থেকে বাদ পড়েছেন এ তীরন্দাজ। গেমসের নিয়ম অনুযায়ী প্রত্যেক দেশের শীর্ষ দুই আরচার ব্যক্তিগত ইভেন্টে খেলার সুযোগ পান।
গতকাল শুরু হওয়া র্যাঙ্কিং রাউন্ডে সাগর ইসলাম ৬৬২ ও রামকৃষ্ণ সাহা ৬৫৩ স্কোর করেন। ৬৪৮ স্কোর করা রোমান সানা মূল প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন। ব্যক্তিগত ইভেন্টে সাগর ইসলাম ২২তম ও রামকৃষ্ণ সাহা ২৯তম স্থানে ছিলেন। তিন আরচারের সম্মিলিত পয়েন্ট দলগত স্কোর হিসেবে বিবেচিত হয়। র্যাঙ্কিং রাউন্ডের রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ১৯৬৩ স্কোর নিয়ে বাংলাদেশ সপ্তম স্থানে ছিল। এ ইভেন্টে লাল-সবুজদের প্রতিপক্ষ ভিয়েতনাম। র্যাঙ্কিং রাউন্ড শেষে শীর্ষ তিনে আছে দক্ষিণ কোরিয়া, চায়নিজ তাইপে ও ভারত।
নারীদের বিভাগে ১৮২৫ স্কোর করে বাংলাদেশ ১৪তম হয়েছে। দলগত ইভেন্টে লড়বেন দিয়া সিদ্দিকী, ফাহমিদা সুলতানা নিশা ও সিমা আক্তার শিমু। দিয়া ও নিশি খেলবেন ব্যক্তিগত ইভেন্টে। নারী দলগত ইভেন্টে বাংলাদেশ খেলবে চায়নিজ তাইপের বিপক্ষে। এদিকে কম্পাউন্ড পুরুষ বিভাগে ১২তম ও নারীদের বিভাগে অষ্টম হয়েছে বাংলাদেশ। পুরুষদের কম্পাউন্ডের দলগত ইভেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। নারী দল খেলবে হংকংয়ের বিপক্ষে।
গলফে সিদ্দিকুর রহমান ১৩তম এবং জামাল হোসেন ৩৫তম হয়েছেন। ওয়েস্ট লেক ইন্টারন্যাশনাল গলফ কোর্সে চার রাউন্ডের সম্মিলিত স্কোরে পারের চেয়ে ১৩ শট কম খেলেছেন বাংলাদেশি গলফ আইকন। গতকাল শেষ রাউন্ডে পারের চেয়ে ৪ শট কম খেলেন সিদ্দিকুর। পারের সমান শট নিয়ে ইভেন্ট শেষ করেছেন জামাল হোসেন।
দাবার তৃতীয় রাউন্ডে এসে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। লাল-সবুজরা ৩.৫-০.৫ ব্যবধানে হংকংকে হারিয়েছে। দুই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও এনামুল হোসেন এবং আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান জয় পেয়েছেন। ড্র করেছেন অপর গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। ব্রিজ রাউন্ড রবিন পর্বের তৃতীয় দিন দারুণ কেটেছে বাংলাদেশের। সিঙ্গাপুরের কাছে হার দিয়ে দিন শুরু হলেও পরের দুই ম্যাচে চায়নিজ তাইপে ও থাইল্যান্ডকে হারিয়েছে লাল-সবুজরা। চতুর্থ ম্যাচে প্রতিপক্ষ না থাকায় ওয়াকওভার পেয়েছে বাংলাদেশ। আজ শুরু হচ্ছে গেমসের কাবাডি। সকালে জাপানের বিপক্ষে খেলবে পুরুষ দল। ‘এ’ গ্রুপে জাপান ছাড়াও প্রতিপক্ষ হিসেবে আছে থাইল্যান্ড, চায়নিজ তাইপে ও ভারত।