স্পোর্টস ডেস্ক
০২ অক্টোবর ২০২৩, ০২:৪৩ এএম
প্রিন্ট সংস্করণ

ম্যানসিটির হার, শীর্ষে রিয়াল

প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির জয়রথ থামিয়ে দিল উলভস। ক্রিস্টাল প্যালেসের কাছে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিভারপুলকে হারিয়েছে টটেনহাম। বোর্নমাউথকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। লা লিগায় রিয়াল মাদ্রিদ ৩-০ গোলে জিরোনাকে হারিয়ে শীর্ষে উঠেছে। বুন্দেস লিগায় লাইপজিগের সঙ্গে ড্র করেছে বায়ার্ন। ফরাসি লিগে ড্র করেছে পিএসজি।

মলিনক্স স্টেডিয়ামে রুবেন দিয়াজের আত্মঘাতী গোলে পিছিয়ে যায় ম্যানসিটি। বিরতির পর ৫৮ মিনিটে হুলিয়ান আলভারেজের গোলে সমতায় আসে বর্তমান চ্যাম্পিয়নরা। ৬৬ মিনিটে দক্ষিণ কোরিয়ান উইঙ্গার হোয়াং হি চান জয়সূচক গোল করেন।

ওল্ড ট্র্যাফোর্ডে জোয়াকিম এন্ডারসনের বুলেট গতির শট ছিল ম্যাচের ভাগ্য নির্ধারক। সাত ম্যাচে তিন জয়ের বিপরীতে এটি ছিল ম্যানইউর চতুর্থ হার। লিভারপুলকে হারিয়ে লিগ টেবিলে ম্যানসিটিকে চ্যালেঞ্জ জানাচ্ছে টটেনহাম। ৩৬ মিনিটে সন হিউন মিনের গোলে এগিয়ে যায় স্পার্সরা। প্রথমার্ধের যোগ করা সময়ে কোডি গাকপো রেডদের সমতায় ফেরান। জোয়েল মাতিপের আত্মঘাতী গোলে হেরে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের দল। লুইজ দিয়াজের একটি গোল অফসাইডের কারণে বাতিল করা হয়। পরে বিশ্লেষণে দেখা গেছে, ওটা অফসাইড ছিল না। এ ঘটনাকে হিউম্যান এরর হিসেবে উল্লেখ করেছে ইংলিশ রেফারিজ কমিটি। লিগে পাঁচ ম্যাচে এটি লিভারপুলের প্রথম হার। বোর্নমাউথের বিপক্ষে বুকায়ো সাকা, মার্টিন ওডেগার্ড, কাই হাভার্টজ ও বেন হোয়াইটের গোলে ৪-০ ব্যবধানে জিতেছে আর্সেনাল।

হারের পরও ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানসিটি। ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে টেটেনহাম। ম্যাচ, পয়েন্ট ও গোল গড় টটেনহামের সমান হলেও গোল করার দিক থেকে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে আছে আর্সেনাল। সাত ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে ম্যানইউ। লিগের শুরু থেকে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সঙ্গে লড়াই করছিল জিরোনা। দলটিকে ৩-০ গোলে হারিয়ে

২১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। ১৯ পয়েন্ট সংগ্রহ করা জিরোনা তৃতীয় স্থানে নেমে গেছে। জসোলুর গোলে ১৭ মিনিটে লিড পায় রিয়াল মাদ্রিদ। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন চুয়ামেনি। ৭১ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন জুড বেলিংহাম।

বুন্দেস লিগায় হ্যারি কেন ও লেরয় সানের গোলের দিনে লাইপজিগের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখ। ছয় ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বায়ার্ন। ১৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে লাইপজিগ। ডর্টমুন্ড ৩-১ গোলে হোফেনহেইমকে, স্টুটগার্ড ২-০ গোলে কোলনকে, লেভারকুসেন ৩-০ গোলে মেইনজকে হারিয়েছে।

ইতালিয়ান লিগে ন্যাপোলি ৪-০ গোলে লিসকে এবং এসি মিলান ২-০ গোলে ল্যাজিওকে পরাজিত করে। সালেরনিতানার বিপক্ষে ইন্টার মিলানের লাউতারো মার্তিনেজের সলো শো দেখলেন দর্শকরা। ৫৫ মিনিটে মাঠে নামা আর্জেন্টাইন স্ট্রাইকার ৪-০ গোলের জয়ে একাই করলেন সবগুলো গোল।

সাত ম্যাচ থেকে ইন্টার মিলান ও এসি মিলানের সংগ্রহ সমান ১৮ করে। গোল গড়ে ইন্টার মিলান শীর্ষে আছে। ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ন্যাপোলি।

লিগ ওয়ানে ক্লেরমন ফুটের সঙ্গে গোলশূন্য ড্র করেছে পিএসজি। সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মোনাকো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলকে শোকজ

পঞ্চগড়ে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

ভাগ-বাটোয়ারার নির্বাচন করতে দিবে না জনগণ : রিজভী

দক্ষিণ আফ্রিকায় অর্থ পাচারে ৫ বাংলাদেশির নাম

স্বামীর খোঁজে বাংলাদেশে ভারতীয় তরুণী

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন : শামীম ওসমানকে শোকজ

ইসির সিদ্ধান্তে আওয়ামী লীগের আস্থা আছে : ওবায়দুল কাদের

ফার্মগেটে জোড়া ককটেল বিস্ফোরণ

মায়ের হত্যার বিচার করতে, বিপাশা হতে চায় পুলিশ

বিশিষ্টজনদের মতামত / গণতন্ত্র রক্ষায় নির্বাচনের বিকল্প নেই

১০

ভার্চুয়াল বৈঠক / ইইউকে নির্বাচন বয়কটের কারণ জানাল বিএনপি 

১১

ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি

১২

যে কারণে যুদ্ধবিরতির আলোচনা শেষ করে দিল ইসরায়েল

১৩

‘নতুন শিক্ষাক্রম প্রণয়নের নামে প্রজন্ম ধ্বংসের নীলনকশা করেছে সরকার’

১৪

ভূমিকম্প আতঙ্কে দোতলা থেকে লাফ দিয়ে দুই শিক্ষার্থী আহত

১৫

জলবায়ু অভিঘাত মোকাবিলায় সর্বজনীন আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার আহ্বান তথ্যমন্ত্রীর

১৬

ইউএনওর বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর 

১৭

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরাক

১৮

অলিম্পিকে ৪ ডিসিপ্লিনে আবেদন করবে বাংলাদেশ

১৯

সমমনা জোট থেকে মাইনরিটি জনতা পার্টিকে বহিষ্কার

২০
X