শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচের জয়ের দিন মাঠে ছিলেন না অধিনায়ক সাকিব আল হাসান। অনুশীলনের সময় পায়ের গোড়ালিতে ব্যথা পাওয়ায় বিশ্রামে ছিলেন তিনি। আজ দুপুর আড়াইটায় ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এ ম্যাচেও সাকিবকে বিশ্রামে রাখতে চায় টিম ম্যানেজমেন্টে। দলের একটি সূত্র কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, সাকিবের চোট গুরুতর নয়। কিন্তু আফগানিস্তান ম্যাচের কথা মাথায় রেখেই বিশ্রামে রাখা হবে বাংলাদেশ অধিনায়ককে। একই সঙ্গে এ ম্যাচে বিশ্রামে থাকবেন তাসকিন আহমেদসহ দু-একজন পেসার।
তবে ইংল্যান্ডের বিপক্ষে একাদশে থাকবেন সহঅধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ম্যাচের একাদশে না থাকলেও বেশ কয়েকবার ফিল্ডিং করতে দেখা গেছে শান্তকে। প্রথম ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের ওপেনিংয়ের বিকল্প তিনি। সে কারণেই প্রস্তুতি ম্যাচে ডানহাতি ব্যাটারকে টপ অর্ডারে খেলাচ্ছে টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে সহজ জয়ের ক্ষেত্রে ছিল তার ব্যাটের বড় অবদান। আজও ওপরের দিকে ব্যাটিং করার সম্ভাবনা আছে মিরাজের। গৌহাটির তাপমাত্রা ৩০ ডিগ্রির আশপাশে থাকে। তবে বাংলাদেশের মূল পর্বের প্রথম ম্যাচ হবে ধর্মশালায়, যেখানে তাপমাত্রা থাকতে পারে ১৮-২০ ডিগ্রির আশপাশে। আফগানিস্তান ম্যাচের আগে বেশ সতর্ক বাংলাদেশ। গৌহাটির তাপমাত্রা বেশি থাকায় পুরো একাদশকেই ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের। চোট এড়াতে বিশ্রামেরও সুযোগ দিচ্ছে তারা।