নেপালের মহেন্দ্র বাহাদুর চাঁদকে হারিয়ে প্রো-বক্সিং চ্যাম্পিয়নশিপ ২.০ ফাইট নাইটের শিরোপা জিতেছেন সুরকৃষ্ণ চাকমা। এশিয়ান বক্সিং ফেডারেশনের সুপার লাইটওয়েট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো বেল্ট জিতলেন বাংলাদেশি এ পেশাদার বক্সার। সাফল্যটা অবশ্য সহজে ধরা দেয়নি। তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর বিজয়োল্লাসে মাতেন বাংলাদেশি কৃতী বক্সার।
আট রাউন্ডের লড়াইয়ে অপরাজিত ছিলেন সুরকৃষ্ণ চাকমা। বাংলাদেশ প্রো-বক্সিংয়ের আয়োজক এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রমোশন ও বাংলাদেশ বক্সিং ফেডারেশনের (বিবিএফ) উদ্যোগে হয়েছে এবারের চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ ছাড়াও আসরে অংশ নেয় রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, নেপাল ও ভারতের বক্সাররা। ৬ ক্যাটাগরিতে ১৬ প্রতিযোগী এ আয়োজনে অংশ নিয়েছেন।
বাংলাদেশের যে কোনো পেশাদার বক্সারের জন্য এটি সর্বোচ্চ সাফল্য। দেশের হয়ে আর বড় অর্জনের স্বপ্ন দেখছেন সুর কৃষ্ণ চাকমা। প্রো-বক্সিং সাফল্য তাকে সাহস দিচ্ছে।