এশিয়ান গেমসের ব্রোঞ্জ জিতে দেশে ফিরেছেন নিগার সুলতানা জ্যোতিরা। বাংলাদেশের হয়ে এবারের গেমসে গতকাল পর্যন্ত একমাত্র পদকই এটি। তবে খুব একটা বিশ্রামের সুযোগ নেই জ্যোতিদের। আগামী ২০ অক্টোবর সাদা বলের দুই সংস্করণের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান নারী দল। সিরিজ সামনে রেখে আগামী ১০ অক্টোবর থেকে চট্টগ্রামে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। গেমসের পর থেকে আপাতত ছুটিতে আছেন ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফ সদস্যরা। আগামী ৭ অক্টোবর ঢাকায় আসবেন দলের সঙ্গে কাজ করা বিদেশি কোচরা। পরের দিন মিরপুরে খেলোয়াড়দের সঙ্গে রিপোর্টিং করবেন কোচরাও। ৯ অক্টোবর বিকেল চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবেন তারা। ম্যাচগুলোর সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, আগামী ২৩ অক্টোবর চট্টগ্রামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২৮ অক্টোবর ঢাকায় ফেরার পর নভেম্বরে মিরপুরে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, ম্যাচগুলো উইমেনস চ্যাম্পিয়নশিপের অংশ।