ওমর ফারুক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩২ এএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৫ এএম
প্রিন্ট সংস্করণ

স্কটল্যান্ডে ফিরতে মন টানে কিউই ব্যাটার ব্রুসের

স্কটল্যান্ডে ফিরতে মন টানে কিউই ব্যাটার ব্রুসের

বাবার সূত্রে টম ব্রুস একজন স্কটিশ। তবে ক্রিকেটের সঙ্গে বেড়ে ওঠা নিউজিল্যান্ডে। এমনকি ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে একসঙ্গে অভিষেক হয়েছিল লকি ফার্গুসনের, সঙ্গে অভিষেক হয়েছিল তার। সময়ের সঙ্গে সঙ্গে লকি কিউইদের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে উঠলেও ব্রুস হারিয়ে গেছেন অনেক দূরে। প্রায় চার বছর আগে সর্বশেষ ভারতের সঙ্গে খেলেছিলেন তিনি। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত তিনি। বিপিএল দিয়ে প্রথমবার ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্ট খেলছেন তিনি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে জেতানো এই টপঅর্ডার ব্যাটারের সঙ্গে কথা বলেছেন কালবেলার ওমর ফারুক

প্রশ্ন: ক্যারিয়ারের প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট; প্রত্যাশার চাপ?

ব্রুস: খুব বেশি প্রত্যাশা ছিল না। এটা আমার প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। প্রথমবার বাংলাদেশে এসেছি; চেষ্টা ছিল এখানকার কন্ডিশন ও টিমের সবার সঙ্গে মানিয়ে নেওয়া। এখন শিখতে শুরু করলাম বাংলাদেশের মতো কন্ডিশন ও উইকেটে কীভাবে খেলতে হয়। তবে হ্যাঁ, ওটা দারুণ শুরু ছিল।

প্রশ্ন: বিপিএলে পারফর্ম করে অন্য ফ্র্যাঞ্চাইজি লিগের স্বপ্ন?

ব্রুস: শুরুতেই বলছিলাম এটা আমার প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। তাই এখানে খেলার সুযোগ পাওয়াটাই দুর্দান্ত ছিল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জন্য আমি নিজের সেরাটা দিতে প্রস্তুত আছি। এখানে খেলাটা যদি অন্য লিগে সুযোগ করে দেয়, তাহলে আমি সেটার জন্য প্রস্তুত। আপনি যেমনটা বলেছিলেন, আইপিএল, পিএসএল, সিপিএলের মতো লিগে খেলার সুযোগ তৈরি করা। তবে আপাতত আমি চ্যালেঞ্জার্সকে নিয়ে ভাবছি।

প্রশ্ন: বিপিএলের পর তো কাউন্টিতে খেলবেন, এমন সুযোগ কীভাবে দেখেন?

ব্রুস: আমি ইংল্যান্ডে কাউন্টি খেলতে ভালোবাসি, বিশেষ করে চার দিনের ম্যাচ। সঙ্গে টি-টোয়েন্টি তো আছেই। তাদের সঙ্গে পুরো এক মৌসুম খেলতে পারলে দারুণ লাগবে। যুক্তরাজ্যে তারা অনেক বড় ক্লাব। শিরোপা জেতাই তাদের লক্ষ্য। আমাদের স্কোয়াডটা দারুণ। এ ছাড়া ডিউক বলে খেলা হবে। সেখানে যত দ্রুত মানিয়ে নেব, তত আমার জন্য ভালো। দল ও ক্লাবের একটা অংশ হয়ে যেতে চাই দ্রুত। আমি মুখিয়ে আছি, বাংলাদেশের থেকে ভিন্ন হবে যদিও।

প্রশ্ন: এবার একটু আন্তর্জাতিক ক্যারিয়ারে আসি। প্রতিভাবান ক্রিকেটার হিসেবে শুরুর পর হঠাৎ থমকে যাওয়া—পেছনের গল্পটা কী?

ব্রুস: অবশ্যই আমিও বিশ্বাস করি নিউজিল্যান্ডে আমার উত্থান খুব দ্রুতই হয়েছিল। তবে আমার মনে হয় ঝরে পড়াটা আরও বেশি দ্রুত ছিল (হাসি)। আমি সম্ভবত ভালোভাবে শিখতে পারিনি (আন্তর্জাতিক ক্রিকেট)। এ জন্যই হয়তো একই ভুল বারবার করি। যখন আমি নিউজিল্যান্ডের হয়ে খেলছিলাম, তখনও শেখার মধ্যেই ছিলাম। আমাকে ভালো-মন্দের ভেতর দিয়ে যেতে হয়েছে। এসব থেকে শেখার কারণেই হয়তো আমি এখন ঠিক পথে আছি। যখন শুরু করেছিলাম, তার চেয়ে এখন বেশি ভালো অবস্থায় আছি।

প্রশ্ন: লকি ফার্গুসনের সঙ্গে শুরু করেছিলেন, এখন লকি দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় আর আপনি?

ব্রুস: হ্যাঁ, আন্তর্জাতিক ক্রিকেটে লকির যাত্রা দেখতে দারুণ লেগেছে। আপনি জানেন, সে তার স্ট্যান্থ কত ওপরে নিয়ে গেছে। যখন আপনি ১৪০, ১৪৫ গতিতে বোলিং করতে পারবেন, তখন আন্তর্জাতিক ক্রিকেট আপনাকে সবাই পছন্দ করবে। অবশ্যই সে একজন বোলার আর আমি ব্যাটার (হাসি)। আমার মনে হয়, আমি সম্ভবত এমন এক সময় এসেছি, যখন নিউজিল্যান্ডে প্রচুর ব্যাটিং প্রতিভা আছে। সে কারণেই সত্যিকার অর্থে আমি এখন কিছু ভালো খেলোয়াড়ের পেছনে পড়ে আছি।

প্রশ্ন: আবারও নিউজিল্যান্ড দলে ফেরার সুযোগ আছে?

ব্রুস: নির্দিষ্ট করে বললে এখনো আমার লক্ষ্য নিউজিল্যান্ড দলে খেলা। কিন্তু আমার বয়স এখন ৩২। সম্ভবত সেখানে (জাতীয় দল) যাওয়ার জন্য এখনকার বয়সটা একটু বেশি। এ অবস্থায় এই ধরনের টুর্নামেন্টগুলোতে আসা সহজ এবং পারফর্ম করাও সহজ। এখনো আমার কাছে চ্যালেঞ্জ আছে, লক্ষ্য আছে। আশা করি, ভিন্ন ভিন্ন টুর্নামেন্টে আমি আমার মতো করে পারফর্ম করতে পারব।

প্রশ্ন: বাবার সুবাদে আপনি তো ব্রিটিশ পাসপোর্টধারী, তাহলে স্কটল্যান্ডের হয়ে খেললেন না কেন?

ব্রুস: ২০১৬ সালের ঘটনা, তখন টি-টোয়েন্টি ফরম্যাটের চাহিদা বেড়েই চলছিল। আমি ব্রিটিশ পাসপোর্ট পেয়েছিলাম, স্কটল্যান্ডের হয়ে খেলা শুরু করেছিলাম তখন। কিন্তু আমার মনে হয় না, আমি সেখানে খেলে যথেষ্ট সময় দিয়েছি। এটা দুর্ভাগ্যজনক, কারণ সেখানের সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। এখন আবার মনে হয় যে ফিরে যাই, খেলা শুরু করি। তিন বছর হয়ে গেছে, ইতোমধ্যে আমি নিউজিল্যান্ডের হয়ে খেলেছিলাম। হতে পারে আমি শিগগির স্কটল্যান্ড ফিরব। পরিবারও খুশি হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঝ সমুদ্রে বিস্ফোরণের পর এলএনজি ট্যাংকারে আগুন

হোয়াটসঅ্যাপে নাম-নম্বর গোপন রেখে করা যাবে চ্যাটিং, কবে আসছে এই সুবিধা?

জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি

জুলাই সনদ নিয়ে যা বলছেন শায়খ আহমাদুল্লাহ

১৭৬.৫ কিমিতে বল, শোয়েব আখতারের রেকর্ড কি ভেঙে ফেললেন স্টার্ক!

গোখরার ছোবলে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

‘বিএনপিকে গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না’

মাছঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ড

মানবেতর জীবন-যাপন করছেন ‘লোম মানব’ নামের একটি পরিবার

নির্বাচন কমিশনের চিঠির ব্যাখ্যা দিল এনসিপি

১০

চবিতে পোস্টার-লিফলেট জমা দিলেই মিলছে কলম

১১

জুলাই সনদে স্বাক্ষর করল আরও এক দল

১২

১৪ বছর পর মিরপুরে এমন কীর্তি করে দেখাল টাইগাররা

১৩

বাণিজ্য উপদেষ্টা / আগুন : ৩ দিন অতিরিক্ত ফ্লাইটের চার্জ মওকুফ

১৪

ইউরোপের ইরাসমাস কর্মসূচির জনক সোফিয়া কোরাদির মৃত্যু

১৫

জঙ্গলীয় কায়দায় চলছে ইসি : নাসীরুদ্দীন

১৬

দুই শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠানে যাচ্ছিলেন শিক্ষক, পথে গেল প্রাণ

১৭

ফার্মগেটে শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮

শাপলাই হবে এনসিপির নির্বাচনী মার্কা : হাসনাত

১৯

সন্দ্বীপে ৭ প্রবাসীর দাফন সম্পন্ন

২০
X