১০ জুন ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ইউরোপসেরার লড়াই

ট্রেবল থেকে এক কদম দূরে পেপ গার্দিওলা ও ম্যানচেস্টার সিটি। ইস্তাম্বুল ফাইনালে ইংলিশ ক্লাবটির ট্রেবল স্বপ্নের সামনে বাধা ইন্টার মিলান। ম্যাচে ম্যানচেস্টার সিটি পরিষ্কার ফেভারিট। নিখুঁত কৌশল ও দুর্দান্ত নৈপুণের কারণে ইংলিশ চ্যাম্পিয়নদের এগিয়ে রাখা হচ্ছে। ফাইনালে উঠে আসার পথে কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখ ও সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে এসেছে ইংলিশ ক্লাবটি। দুটি মঞ্চেই দুই লেগের অ্যাগ্রিগেট লড়াইয়ে চার কিংবা বেশি গোল করেছে ম্যানসিটি। ম্যাচে লড়াইটা সিটির আক্রমণভাগের বিপক্ষে ইন্টারের রক্ষণেরও। আর্লিং হলান্ড, কেভিন ডি ব্রুইনা, বের্নার্দো সিলভা ও ইকায় গুন্দোগানরা যে কোনো সময় ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন। সেমিফাইনালে সেটা ভালোভাবেই টের পেয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগ ১-১ গোলে শেষ হওয়ার পর ফিরতি লেগে ৪-০ ব্যবধানে জয়ে জোড়া গোল করেন বের্নার্দো সিলভা। প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করার পর এফএ কাপ দিয়ে ডাবলস পূরণ করে ম্যানসিটি। ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে নায়ক ছিলেন ইকায় গুন্দোগান; দুটি গোলই করেন জার্মান এ ফুটবলার। দুই ম্যাচেই প্রতিপক্ষ দলগুলো আর্লিং হলান্ড ও কেভিন ডি ব্রুইনার ওপর তীক্ষ্ম দৃষ্টি রেখে রক্ষণ পরিকল্পনা সাজিয়েছিল। কিন্তু দুই পার্শ্বনায়ক ম্যাচের নায়ক হয়ে উঠেছিলেন। এমনিতেই ইতালিয়ান দলগুলোর বিপক্ষে খেলাটা যে কোনো প্রতিপক্ষের জন্যই কঠিন। তার ওপর ইন্টার মিলানের মূল শক্তি দলটির রক্ষণ ও কোচ সিমিওনে ইনজাগির রক্ষণ পরিকল্পনা, যা ছিল দলটির চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উঠে আসার সিঁড়ি। গ্রুপ পর্বে ৬ ম্যাচে তিনবার প্রতিপক্ষ দল ইন্টার মিলানের বিপক্ষে গোল করতে পেরেছে। দুইবার বায়ার্ন মিউনিখ ও একবার বার্সেলোনা। নকআউট পর্বের ৬ ম্যাচে মাত্র একবার প্রতিপক্ষ দল ইন্টারের জালে বল পাঠাতে পেরেছে। সেটা কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বেনফিকার সঙ্গে ৩-৩ গোলে ড্র করা ম্যাচে। ম্যাচটা যে কঠিন হবে তা ম্যানসিটি কোচ পেপ গার্দিওলাও মানছেন, ‘সত্যি বলতে কী, ইতালিয়ান ক্লাবের বিপক্ষে ফাইনাল খেলাটা মোটেও সহজ বিষয় নয়। ইন্টার মিলান প্রতিপক্ষ হিসেবে খুবই কঠিন। সেমিফাইনাল জয়ের পর দলটি প্রসংশিত হচ্ছে। এমন দলের বিপক্ষে লড়াইয়ের জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত।’ বার্সেলোনার হয়ে ট্রেবল জয়ের পর দ্বিতীয়বারের মতো দারুণ এ কীর্তির সামনে দাঁড়িয়ে গার্দিওলা। ইস্তাম্বুল ফাইনালে ইন্টারকে হারাতে পারলে এটি হবে কোনো ইংলিশ ক্লাবের দ্বিতীয় ট্রেবল কীর্তি। ১৯৯৯ সালে প্রথম ট্রেবল জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রিয়াল মাদ্রিদকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর ম্যানসিটি ড্রেসিংরুম হয়ে উঠেছিল উদযাপনের মঞ্চ। এ সম্পর্কে গার্দিওলা বলেন, ‘আপনি যখন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে নাম লেখাবেন, তখন সেটা উদযাপন করা উচিত।’ স্বপ্নের সামনে দাঁড়িয়ে ইন্টার মিলান। কোচের সিমিওনে ইনজাগির কণ্ঠেও সেটা অনূদিত হরো, ‘আমাদের জন্য চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আসাটা ছিল স্বপ্ন। কিন্তু এ স্বপ্ন বাস্তবায়নের মিশনে নিজেদের ওপর বিশ্বাস রাখছি। আমরা যা অর্জন করেছি এটা কেউ উপহার হিসেবে দেয়নি। ফাইনাল খেলার স্বপ্নটা সত্যি হতে যাচ্ছে। এ ফাইনালে উঠে আসার পথে ডার্বি জয়টা ছিল দারুণ বিষয়।’

সিমিওনে ইনজাগির আরেক নাম ‘কিং অব দ্য কাপস’। ইন্টার মিলান ও ল্যাজিওর হয়ে সাতটি কাপ ফাইনালে শতভাগ সাফল্যের কারণে এমন নাম। কাপ ফাইনাল ও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল অবশ্য এক নয়। ইউরোপের সবচেয়ে বড় মঞ্চে প্রতিপক্ষ আবার সর্বগ্রাসী স্রোতের মতো চলা ম্যানচেস্টার সিটি! এমন ম্যাচে কি ইনজাগি ও ইন্টারকে হালকাভাবে নেওয়ার সুযোগ আছে? ইতালিয়ান কোচের কৌশল এবং ইন্টার মিলানের রেকর্ডে দৃষ্টি রাখলে আপনি একমত হবেন যে, ইস্তাম্বুল ফাইনালে ম্যানসিটির কাজটা মোটেও সহজ হওয়ার কথা নয়। শুরু করা যাক গোল করার পরিসংখ্যান দিয়ে। চ্যাম্পিয়ন্স লিগে ৬ গ্রুপ ম্যাচে তিনবার প্রতিপক্ষ দল ইন্টারের বিপক্ষে গোল করতে পেরেছে। আপনাকে মনে রাখতে হবে, গ্রুপ পর্বে প্রতিপক্ষের তালিকায় ছিল বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা। নকআউট পর্বের ৬ ম্যাচে মাত্র একবার প্রতিপক্ষ দল ইন্টারের জালে বল পাঠাতে পেরেছে। সেটা কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বেনফিকার সঙ্গে ৩-৩ গোলে ড্র-র ম্যাচে। এ পরিসংখ্যানের পরও যারা পেপ গার্দিওলার ভয়ংকর ম্যানসিটির কথা বলবেন, তাদের জন্যও তথ্য আছে। মৌসুমের বিভিন্ন ম্যাচের দিকে দৃষ্টি রাখলে পরিষ্কার হবে, তিন সেন্টারব্যাক অথবা রক্ষণে পাঁচজন নিয়ে খেলা দলগুলোর বিরুদ্ধে আক্ষরিক অর্থেই সংগ্রাম করেছে ম্যানসিটি। সিমিওনে ইনজাগির রক্ষণ পরিকল্পনা কিন্তু তেমনই, দলকে ৩-৫-২ ফরমেশনে খেলাতে পছন্দ করেন এ কোচ। যেখানে প্রতিপক্ষ আক্রমণে এলে ৩ জনের ডিফেন্স লাইনকে সুরক্ষা দিতে নেমে আসেন পাঁচ মিডফিল্ডার। ইংলিশ প্রিমিয়ার লিগের দিকে দৃষ্টি রাখলে দেখবেন এমন কৌশলে সিটিকে একাধিকবার ঘায়েল করেছে বিভিন্ন দল। ব্রেন্টফোর্ট এ কৌশলে মৌসুমে দুবার গার্দিওলার দলকে হারিয়েছে। ফেব্রুয়ারিতে একই কৌশলে ম্যানসিটিকে ১-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। এভারটনও একই কৌশলে ১-১ গোলে সিটিকে রুখে দিয়েছিল। ‘ব্যাক-থ্রি’ কৌশলে টটেনহ্যাম ও ক্রিস্টাল প্যালেসও ম্যানসিটির বিপক্ষে ম্যাচের একপর্যায়ে ২-০ গোলের লিড নিয়েছিল। ফাইনালের আগে ইন্টার মিলান অধিনায়ক লাউতারো মার্তিনেজও কোচের কৌশলের ওপর অগাধ আস্থার কথা জানাচ্ছেন, ‘প্রতিপক্ষ দল এবং ম্যাচ সম্পর্কে আপনার যখন পরিষ্কার ধারণা থাকে, তখন যে কোনো কাজ সহজ হয়ে যায়। কোচের কৌশলটা আমাদের জন্য দারুণ। কারণ তার ম্যাচ পরিকল্পনা প্রায় নিখুঁত।’ কেবল রক্ষণ নয়, ফাইনালের আগে আক্রমণভাগও কিন্তু সিমিওনে ইনজাগির ইন্টারকে সাহস জোগাবে। মৌসুমের শুরুর দিকে লড়াই-সংগ্রাম করলেও শেষদিকে রোমেলু লুকাকু কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন। সর্বশেষ সাত ম্যাচে ৭ গোল ও ৪ অ্যাসিস্ট তো সে কথাই বলছে। সর্বশেষ আট ম্যাচে লাউতারো মার্তিনেজের গোল সংখ্যাও ৭, সঙ্গে আছে ৩ অ্যাসিস্ট। ইন্টার মিলানের দুই তারকা সর্বশেষ ১১ ম্যাচে একে অপরকে দিয়ে পাঁচটি করে গোল করিয়েছেন। ম্যাচের আগে নিজের স্কোয়াডের ওপর অবিচল আস্থা ইন্টার মিলান কোচ সিমিওনে ইনজাগিরও, ‘ল্যাজিওর মতো ইন্টার মিলানেও আমার হাতে শক্তিশালী স্কোয়াড রয়েছে, যা ফাইনালের ভাগ্য লিখে দিতে পারে। ফাইনাল ম্যাচে আপনাকে রক্ষণের পাশাপাশি আক্রমণে নিখুঁত হতে হবে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আমরা ঠিক এ কাজটাই করতে যাচ্ছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাশকতা ঠেকাতে কুলাউড়া রেলস্টেশনে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সতর্কতা

ময়মনসিংহে ২৪ জনের মনোনয়নপত্র বাতিল

চাঁপাইনবাবগঞ্জে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

শোকজ করায় আনন্দিত শামীম ওসমান

ট্রেনে কাটা পড়ে দুই বৃদ্ধ নিহত

শরিকদের সঙ্গে আজ বসবেন শেখ হাসিনা

হাঁসে ধান খাওয়ায় পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

মানিকগঞ্জ-২ আসনে ৪ জনের মনোনয়নপত্র বাতিল

এমপি হতে চেয়ারম্যানের পদত্যাগ, বাছাইয়ে বাতিল হলো মনোনয়ন

স্বাধীনতা কাপের সেমিতে আবাহনী-রহমতগঞ্জ

১০

টটেনহামের কাছেও পয়েন্ট খোয়ালো ম্যানসিটি

১১

ভোলায় বিএনপির মশাল মিছিল

১২

লালমনিরহাট-২ আসনে বাদ পড়লেন ৪ প্রার্থী

১৩

টাঙ্গাইলে বিএনপির মশাল মিছিল

১৪

"টেকসই করপোরেট ও জবাবদিহিতা অনুশীলন" বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৫

সিরাজগঞ্জ -৩ আসনে ৭ জনের মনোনয়নপত্র বাতিল

১৬

মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৭

ঝালকাঠিতে শাহজাহান ওমরের প্রতিকৃতি পোড়াল বিক্ষুব্ধরা

১৮

অবরোধ সমর্থনে জামালপুরে যুবদলের মিছিল

১৯

যবিপ্রবির ইইই বিভাগের এনার্জি রিসার্চ ল্যাব উদ্বোধন

২০
X