প্রিমিয়ার লিগের সঙ্গে ক্যাম্প—টানা ৮ দিন এভাবেই নারীদের ইমার্জিং এশিয়া কাপের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। সোমবার থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে অংশ নিতে শুক্রবার রাত ২টা ৫ মিনিটের ফ্লাইটে হংকংয়ের উদ্দেশে রওনা দিয়েছেন লতা মণ্ডল, স্বর্ণা আক্তাররা। আসন্ন এ টুর্নামেন্ট ঘিরে বড় কোনো লক্ষ্য নেই বাংলাদেশের, তবে প্রত্যেক ম্যাচে ভালো ক্রিকেটের প্রত্যাশা জানিয়েছেন অধিনায়ক লতা। গতকাল মিরপুরে দলীয় ফটোসেশন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানান তিনি। লতা বলেছেন, ‘আমরা আসলে যাচ্ছি মূলত ভালো ক্রিকেট খেলতে, বাকিটা আসলে জানি না কী হবে।’ ফুটবল, ক্রিকেট কিংবা যে কোনো অঙ্গনে মেয়েদের অর্জনগুলো লতাদেরও মন ছুঁয়ে যায়। তিনি বলেছেন, ‘মেয়েরা যখন ভালো করে, সেটা ক্রিকেট হোক, ফুটবল হোক কিংবা যে কোনো ইভেন্টে এটা ভালো লাগে, মেয়েরা ভালো খেলছে। আমরাও আশা করি ভালো কিছু করব।’ তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতাসম্পন্ন দল নিয়েও সন্তুষ্টি ঝরেছে তার কণ্ঠে, ‘আমরা ক্যাম্পে ছিলাম, ম্যাচে ছিলাম; দলগতভাবে ভালো। আমাদের স্পিন, পেস দুই বিভাগই ভালো।’ দলের প্রধান কোচ হাসান তিলকারত্নেও জানিয়েছেন একই কথা, ‘দলের ক্রিকেটারদের নামগুলো দেখেন, আমাদের দল খুবই ভালো। অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ মিশেল। ভালো সুযোগ আছে আমাদের। কোচ হিসেবে আমি দল নিয়ে আত্মবিশ্বাসী। আমাদের ম্যাচ বাই ম্যাচ মনোযোগ দিতে হবে।’ স্বর্ণা, মারুফা, রাবেয়াদের ছন্দে থাকাকে কাজে লাগিয়ে ইতিবাচক কিছু করতে চান এ লঙ্কান কোচ।
মন্তব্য করুন