ঢাকা উত্তর সিটি করপোরেশন ডেঙ্গু মোকাবিলায় তিন স্তরে কাজ করবে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। গতকাল বুধবার স্কুলে স্কুলে শিক্ষার্থীদের মধ্যে ‘মশার কামড় ক্ষতিকর’ শীর্ষক কার্টুন বই বিতরণকালে তিনি এ কথা জানান।
মেয়র বলেন, প্রথম স্তরে প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স কমিটি কাজ করবে। দ্বিতীয় স্তরে রয়েছে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাপিড অ্যাকশন টিম। আর তৃতীয় স্তরে রয়েছে মেয়রের নেতৃত্বে কেন্দ্রীয়ভাবে মনিটরিং টিম।
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে সচেতনতামূলক কার্টুন বইটি বিতরণ শুরু করেন মেয়র। পরে লালমাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, লালমাটিয়া প্রাইমারি স্কুল, লালমাটিয়া সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ এবং শ্যামলীর জামিলা আইনুল আনন্দ
উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বইটি দেওয়া হয়।
এ সময় ঢাকা উত্তর সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা একেএম শফিকুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এস এম শরিফ-উল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ডা. জাফরুল্লাহর ছেলেকে জরিমানা: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি প্রয়াত ডা. জাফরুল্লাহর চৌধুরীর বাসায় এডিস মশার লার্ভা পাওয়ায় তার ছেলে বারীষ হাসান চৌধুরীকে গতকাল বুধবার ২০ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। করপোরেশনের অঞ্চল-১-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক এ জরিমানা করেন।
এডিস মশা নিধনে চলমান অভিযানে গতকাল ঢাকার বিভিন্ন স্থাপনা থেকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা আদায় করেছেন দুই সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এর মধ্যে ঢাকা উত্তরে ৩ লাখ ৬০ হাজার টাকা এবং ঢাকা দক্ষিণে ২ লাখ ৮৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
কবরস্থানে মশক নিধন কার্যক্রম: গতকাল আজিমপুর, খিলগাঁও এবং জুরাইন কবরস্থানে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
মন্তব্য করুন