গরিব ও অসহায় হৃদরোগীদের জন্য বিনামূল্যে হার্টের ভালভ, অক্সিজেনেটর, স্টেন্ট, ভাসকুলার স্টেন্ট, পেসমেকার, পিডিএ এএসডি, ডিএসডি, ডিভাইস কিনতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৭ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকার অনুদানের চেক পেয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়ার কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন। এ সময় ছিলেন প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর গাজী লিপি। এর আগে ২০২২ সালে একই তহবিলে দুবারে মোট ৭ কোটি টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী।
সংশ্লিষ্টরা জানান, হৃদরোগে আক্রান্ত দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিতে অসহায় রোগী সেবা তহবিলটি পরিচালনা করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। তহবিল থেকে শিশু হৃদরোগীদের এএসডি, ভিএসডি চিকিৎসাসহ পিডিএ ডিভাইস ক্লোজার সরবরাহ করা হয়ে থাকে। এ ছাড়া হাতে ও পায়ের রক্তনালিতে ব্লকের চিকিৎসায় এ তহবিলের আওতায় রিং স্থাপন করা হয়।
অনুদানের চেক নেওয়ার সময় অধ্যাপক মীর জামাল উদ্দিন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর এ অনুদান গরিব ও অসহায় হৃদরোগীদের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে। এর আগেও প্রধানমন্ত্রী দুবারে ৭ কোটি ৬৯ হাজার ৫৮৭ টাকা অনুদান দিয়েছিলেন, যা দিয়ে অসহায় ও গরিব রোগীদের শরীরে ৫৭৪টি স্টেন্ট, ২৬০টি ভালভ ও ২২৪টি পেসমেকার স্থাপন করা হয়েছে।
তৃতীয় দফায় পাওয়া অনুদান দিয়ে ১৫০টি ভালভ, ২০০টি অক্সিজেনেটর, ৩০০টি স্টেন্ট, ৩০টি ভাসকুলার স্টেন্ট, ১২০টি পেসমেকার, ৫০টি পিডিএ, ৩০টি এএসডি ও ১০টি ভিএসডি ডিভাইস কিনে হাসপাতালের অসহায় রোগী সেবা তহবিলের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা হবে।
মন্তব্য করুন