ইনস্টিটিউটস অব সার্টিফায়েড জেনারেল অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশকে (সিজিএ বাংলাদেশ) শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে সরকার। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ‘সিজিএ’ ডিগ্রি প্রদানের বৈধতাও দেওয়া হয়েছে। গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি সিজিএ বাংলাদেশের প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ইনস্টিটিউট অফ সার্টিফায়েড জেনারেল অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশকে চার শর্তে প্রফেশনাল ডিগ্রি প্রদানের বৈধতা ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করার অনুমতি দেওয়া হলো। শর্ত অনুযায়ী, কোনো অফিসের নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করবে না সিজিএ বাংলাদেশ। দেশের পেশাধারী সাধারণ হিসাবরক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালনের লক্ষ্যে সিজিএ ডিগ্রি (ফেলো এবং অ্যাসোসিয়েট নামে পেশাদার ডিগ্রি) প্রদানের ক্ষেত্রে কোর্সের বিষয়বস্তু এবং পরীক্ষার মানোন্নয়ন করবে প্রতিষ্ঠানটি। বার্ষিক আয়-ব্যয়ের হিসাব বিবরণী মন্ত্রণালয়ে দাখিল করা হবে। এ ছাড়া আলোচ্য প্রতিষ্ঠানের আয় প্রতিষ্ঠান/প্রফেশনের উন্নয়নে ব্যয় করবে।
মন্তব্য করুন