বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ঢাকা ছেড়ে নিজ এলাকায় ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, আমি অবশ্যই বলছি শিক্ষকরা যেন শ্রেণিকক্ষে ফিরে যান। আমরা তো শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে কাজ শুরু করেছি। এর পরও তাদের চাওয়া থাকলে পরে অবশ্যই (আন্দোলনে) আসতে পারেন। গতকাল দুপুরে ইডেন কলেজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বিরোধী দল যেখানে কর্মসূচি পালন করছে সেখানে অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে। বৃহস্পতিবার তাদের ডাকা কর্মসূচি উপলক্ষে এখানে একটা সমস্যা হতে পারে বলে অনেকে শঙ্কা প্রকাশ করছেন। এ অবস্থায় শিক্ষকদের এখানে এনে যারা বসিয়ে রেখেছেন তাদের উদ্দেশ্য ভিন্ন। তারা শিক্ষকদের জিম্মি করে অন্য কিছুতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই অপচেষ্টা বন্ধ করা উচিত। আমার প্রশ্ন হলো—বিএনপির কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষকদের নিরাপত্তা বিঘ্নিত হলে এর দায়িত্ব আন্দোলনরত শিক্ষক নেতারা নিতে পারবেন? শিক্ষক নেতাদের উচিত শিক্ষকদের নিরাপত্তার স্বার্থে বাড়ি ফিরিয়ে নেওয়া।
গত ১১ জুলাই থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। গতকাল বুধবার ১৬তম দিনেও তাদের কর্মসূচি পালিত হচ্ছে।
শিক্ষা বোর্ডের নির্দেশনা: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পর এবার স্কুলে অনুপস্থিত আন্দোলনরত শিক্ষকদের বিষয়ে নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড। গতকাল ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার অধীন স্কুল-কলেজের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সদস্যদের জানানো যাচ্ছে, নিয়মিত ক্লাস ও নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষক-কর্মচারীদের শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত থেকে পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে কঠোর নজরদারির অনুরোধ করা যাচ্ছে। শিক্ষার মান উন্নয়ন ও পরিবেশ ঠিক রাখতে বিষয়টি অতীব জরুরি। এ ক্ষেত্রে ব্যর্থতার দায়ভার সংশ্লিষ্ট গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির ওপর পড়বে।
মন্তব্য করুন