চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অস্থায়ী কর্মচারীরা। গতকাল বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে মিলন হাওলাদার (ড্রাইভার) বলেন, অনেকদিন ধরে চাকরি করছি, এখনো স্থায়ী হইনি। প্রশাসন ইউজিসির সঙ্গে কথা বলে এ সমস্যার সমাধান দিতে চাইলেও পাইনি সমাধান। অনেক কর্মচারী ৮ থেকে ১০ বছর ধরে চাকরি করলেও এখনো স্থায়ী হতে পারেনি। আমরা খুব কম বেতনের চাকরি করি। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে স্ত্রী-সন্তান নিয়ে চলা কঠিন হয়ে পড়েছে। ঈদে বোনাস পেতেও আবেদন করতে হয়। আমাদের চাকরি দ্রুত স্থায়ীকরণ চাই। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মচারী মফিজুল ইসলাম বলেন, আমাদের মধ্যে কেউ দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করে কেউ মাসভিত্তিক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২৫০ অস্থায়ী কর্মচারী আছে। এই পদে যেহেতু কর্মচারী প্রয়োজন, তাহলে আমাদের চাকরি কেন স্থায়ী হচ্ছে না? বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি তারা যেন আমাদের বিষয়টা গুরুত্বের সঙ্গে দেখে।
মন্তব্য করুন