তত্ত্বাবধায়ক কিংবা দলীয় সরকারের অধীনে নয়, নিজেদের ফর্মুলায় নির্বাচন চায় জাতীয় পার্টি (জাপা)। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনে (ইসি) সাংবাদিকদের এ কথা জানান জাপার অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া। এর আগে তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ করে ২০২২ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেয়।
রেজাউল বলেন, ফর্মুলাটি হলো আনুপাতিক হারে নির্বাচন। ৩০০ আসনেই দলগুলো প্রার্থী দেবে। যে দল যত শতাংশ ভোট পাবে, সে দল জাতীয় সংসদে সেই হারে আসন পাবে। এ ফর্মুলা আমরা দিয়েছি। নির্বাচনটা আমরা দলীয় সরকারের অধীনে চাচ্ছি না। তত্ত্বাবধায়ক থেকেও দূরে আছি। আমরা নিরপেক্ষ নির্বাচন চাই।
মন্তব্য করুন