পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে নারী দলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও পুরুষ দলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় ডিএমপি নারী কাবাডি দল ৩২-৩০ পয়েন্টে নড়াইল জেলা নারী দলকে এবং পুরুষে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ডিএমপিকে ৩২-৩০ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। গতকাল রোববার রাজধানীর গুলিস্তানে কাবাডি স্টেডিয়ামে পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, কাবাডি আমাদের দেশের খেলা, মাটির খেলা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ খেলাকে জাতীয় খেলা হিসেবে ঘোষণা করেছেন। এক সময় কাবাডি খেলা হারিয়ে যেতে বসেছিল। কাবাডি ফেডারেশন দেশের প্রত্যন্ত অঞ্চলে এ খেলার আয়োজন করেছে।
পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৩ পরিচালনা কমিটির সভাপতি ও ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত আইজিপি মো. মাজহারুল ইসলাম, অতিরিক্ত আইজিপি ওয়াই এম বেলালুর রহমান, কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান প্রমুখ ছিলেন।
মন্তব্য করুন