দেশের বড় ছয় শহরে আগামী ১৪ জুন থেকে ২২ জুলাই অনুষ্ঠেয় তারুণ্যের সমাবেশ সফলে আজ রাজধানীতে মিছিল করবেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিন দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল শুরু হবে। মগবাজার মোড় পর্যন্ত মিছিলে মাইক ব্যবহারের অনুমতিসহ সার্বিক নিরাপত্তার সহযোগিতা চেয়ে গত শনিবার পুলিশকে চিঠি দিয়েছে বিএনপি। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মন্তব্য করুন