চট্টগ্রামে চুরির অভিযোগে এক শিশুকে মারধরের ঘটনায় মো. শওকত নামে এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল রোববার শিশুকে পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ওই ব্যবস্থা নেয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
ভিডিওতে দেখা গেছে, স্থানীয় একটি খাবার হোটেলে এক শিশুকে চুলের মুঠি ও শার্টের কলার ধরে বেধড়ক মারধর করছেন শওকত। এ সময় ওই পুলিশ সদস্যের মুখে সিগারেট ছিল। পরে আশপাশের মানুষের বাধার মুখে থামেন তিনি।
নগরীর টাইগারপাস এলাকায় লাইটার চুরির অভিযোগ এনে ওই শিশুটিকে মারধরের ঘটনা ঘটেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। শিশুটি টাইগারপাস এলাকায় ওই হোটেলে চাকরি করে। বরখাস্ত হওয়া শওকত সিএমপির র্যাকার চালক।
ওই পুলিশ সদস্যকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন সিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক। তিনি কালবেলাকে জানান, এ ব্যাপারে তদন্ত চলছে।
মন্তব্য করুন