বিএনপির অবস্থান কর্মসূচির নামে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ঢাকা শহরে চলাচলকারী বিভিন্ন পরিবহনের ৭টি গাড়িতে অগ্নিসংযোগ করে সম্পূর্ণ ধ্বংস এবং ২৪টি গাড়ি ভাঙচুর করেছে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
গতকাল রোববার সমিতির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করা হয়। সেইসঙ্গে আন্দোলনকারীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান পরিবহন মালিক শ্রমিক নেতারা।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা, মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান ও সাধারণ সম্পাদক ওসমান আলী বিবৃতিতে বলেন, গত ২৯ জুলাই বিএনপির ডাকা অবস্থান কর্মসূচির নামে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ঢাকা শহরে চলাচলকারী বিভিন্ন পরিবহনের সাতটি গাড়িতে অগ্নিসংযোগ করে সম্পূর্ণ ধ্বংস ও ২৪টি গাড়ি ভাংচুর করেছে। ২০১৪-১৫ সালে বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সারাদেশে ৫ হাজার গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে। ৯২ জন শ্রমিককে হত্যা করেছে। অতীতের মতো আবারও আন্দোলন কর্মসূচির নামে সহিংসতা শুরু করেছে।
নেতারা বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের জরুরিভাবে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত গাড়িগুলোর ক্ষতিপূরণ আন্দোলনকারীদের কাছ থেকে আদায় করে দিতে সরকারের প্রতি দাবি জানান তারা।
মন্তব্য করুন