দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ মূলত জুনে শুরু হলেও এ বছর মৌসুম আসার আগেই ডেঙ্গুতে আক্রান্ত এবং মৃত্যুর সব রেকর্ড ভেঙেছে। এডিসের বিস্তার ঠেকাতে না পারায় পরিস্থিতি ভয়ংকর রূপ নিয়েছে। মিনিটে মিনিটে হাসপাতালে আসছে রোগী। হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। উদ্ভুত পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে গতকাল রোববার ঢাকার দুই সিটি করপোরেশনে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে মতবিনিময় সভায় স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ডেঙ্গু মোকাবিলায় শুধু সিটি করপোরেশন নয়, কাউন্সিলর ও সাধারণ মানুষের সচেতনতা এবং ঐকান্তিক প্রচেষ্টাও জরুরি। সবার ঐকান্তিক প্রচেষ্টায় এটিকে প্রতিরোধ করা সম্ভব।
সভায় ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, এই পুরো মৌসুমে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে পরিচালিত কার্যক্রম চালিয়ে যেতে হবে, আমরা চালিয়ে যাব। আমাদের নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে আমরা সকাল-সন্ধ্যা পর্যন্ত আমাদের এই চলমান কার্যক্রম তদারক করে থাকি, সেজন্যই আমরা কিন্তু ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি।
এদিকে কাউন্সিলর ও কর্মকর্তাদের নিয়ে বিশেষ সভা করেছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, কাউন্সিলররা নিজেদের ওয়ার্ডের জনগোষ্ঠীর সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই কর্মকর্তাদের সঙ্গে কাউন্সিলররা মাঠে থাকলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হবে।
মন্তব্য করুন