জেনারেল আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন হুমায়ন কবীর আকন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী। পরে আইনজীবী আকন জানান, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে আবেদন করেছিল জাতীয় জনতা পার্টি। কিন্তু গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে গঠনতন্ত্রে কেন্দ্রীয় কমিটিসহ সব পর্যায়ে কমিটির সদস্য নির্বাচিত করার বিধান না রাখাসহ কয়েকটি দিক বিবেচনায় আবেদন নামঞ্জুর করে ইসি। দলটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী গত ২০ জুলাই হাইকোর্টে রিটটি করেন।
মন্তব্য করুন