ঢাকা ওয়াসার এটিএম বুথের পানির দাম দ্বিগুণ হচ্ছে আজ মঙ্গলবার থেকে। প্রতি লিটার পানি কিনতে হবে ৮০ পয়সায়। এতদিন প্রতি লিটার ছিল ৪০ পয়সা। এটিএম বুথ প্রকল্পের প্রকল্প পরিচালক রামেশ্বর দাস বলেন, লিটারপ্রতি ৩০ পয়সা বাড়ানো হয়েছে। এতে প্রতি লিটারের দাম হবে ৭০ পয়সা। বাকি ১০ পয়সা কর বাবদ গ্রাহককে পরিশোধ করতে হবে।
বর্তমানে ঢাকা ওয়াসার ৩২১টি পানির এটিএম বুথ রয়েছে। এর মধ্যে চালু ২৯৪টি। ওয়াসার পানির পাম্পগুলোতে এসব এটিএম স্থাপন করা আছে। এটিএম বুথের মাধ্যমে সেখান থেকে গভীর নলকূপের পানি গ্রাহকের নেওয়ার সুযোগ রয়েছে। প্রতিদিন প্রায় ১৪ লাখ লিটার পানি বিক্রি হয়। ওয়াসা বলছে, এতদিন ভর্তুকি দিয়ে গ্রাহককে এই সেবা দেওয়া হয়েছে। ভর্তুকি কমাতে দামবৃদ্ধি করা হচ্ছে।
এদিকে পানির দাম বৃদ্ধির প্রতিবাদে গতকাল সোমবার কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে বিক্ষোভ করেছে বাসদ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, প্রায় শতভাগ গ্রাহকই হচ্ছেন নিম্ন আয়ের শ্রমজীবী ও বস্তিবাসী জনগণ। নগরীর বাসিন্দারা একবার ওয়াসাকে পানির বিল দেয় আবার ওয়াসার পানি পানযোগ্য নয় বলে ফুটিয়ে খেতে অতিরিক্ত গ্যাস ব্যবহার করে বা ফিল্টারিং করে খায়।
তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ৪০ পয়সা পানির দাম বৃদ্ধি করে ওয়াসা অতিরিক্ত ২০ কোটি ১৫ লাখ টাকা আয় করবে, যেখানে ওয়াসার বর্তমান দুর্নীতিবাজ এমডি বছরে প্রায় ১ কোটি টাকা বেতন বাবদ আয় করছেন।
মন্তব্য করুন