যশোর বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল ভবন উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। গতকাল অত্যাধুনিক এ প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করেন তিনি। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, নবনির্মিত দৃষ্টিনন্দন ও অত্যাধুনিক প্যাসেঞ্জার টার্মিনালটি এ অঞ্চলের মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার। টার্মিনালটি উন্নত যাত্রীসেবা, পর্যটন সেবা ও এ অঞ্চলের অর্থনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ, যশোর-২ আসনের সংসদ সদস্য নাসির উদ্দীনসহ প্রমুখ।
মন্তব্য করুন