যক্ষ্মা কারও একার সমস্যা নয়। যক্ষ্মা নিয়ন্ত্রণে সবাইকে একসঙ্গে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যক্ষ্মা নির্মূলে সংসদীয় ককাসবিষয়ক মতবিনিময় সভায় এর সদস্যরা এসব কথা বলেন। গতকাল শনিবার বিকেলে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে যক্ষ্মা নির্মূলে সংসদীয় ককাসবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। তিনি বলেন, দেশে পৌনে চার লাখ যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে। ঐক্যবদ্ধভাবে সবাই সচেতনতা বৃদ্ধিতে কাজ করলে রোগটি নির্মূল করা সম্ভব।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডা. আফজালুর রহমান বলেন, দেশে যক্ষ্মা রোগীর সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার। প্রতিবছর যক্ষ্মা রোগীদের চিকিৎসাসেবা প্রদানে ১০০ কোটি টাকার ওষুধ কেনা হয়।
যক্ষ্মা নির্মূলে সংসদীয় ককাসের চেয়ারম্যান ডা. মো. হাবিবে মিল্লাতের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন যক্ষ্মা নির্মূলে সংসদীয় ককাসের সিনিয়র উপদেষ্টা ডা. আ ফ ম রুহুল হক, সদস্য সচিব আরমা দত্ত, ফখরুল ইমাম এমপি, পঙ্কজ দেবনাথ এমপি, রওশন আরা মান্নান এমপি, লুৎফুন নেসা খান এমপি, ফেরদৌসী ইসলাম এমপি, শামীমা আক্তার খানম এমপি, কানিজ ফাতেমা আহমেদ এমপি, নার্গিস রহমান এমপি, বাসন্তী চাকমা এমপি, আদিবা আনজুম মিতা এমপি প্রমুখ।
মন্তব্য করুন