ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, জুমার খুতবায় আলেম-ওলামাদের সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে বয়ান করতে হবে। তাদের নেতৃত্বেই দেশ থেকে সন্ত্রাস উগ্রবাদ দূর হবে। গতকাল মঙ্গলবার বায়তুল মোকাররম মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত সন্ত্রাস ও উগ্রবাদ নিরসন, নারী নির্যাতন, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ, মাদক নির্মূল ও দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক ওলামা মাশায়েখ সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ইসলাম কখনো উগ্রবাদকে সমর্থন করে না। এ দেশের সাড়ে ৩ লাখ মসজিদের ইমামরাই আমাদের বড় শক্তি। আলেমরা দেশের বাতিঘর। দেশের অভ্যন্তরে কিছু গোষ্ঠী ধর্ম নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এ অপপ্রচার রুখতে আলেম সমাজকেই ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা রুহুল আমিন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. বশিরুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব মনিরুজ্জামান, পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার প্রমুখ।
মন্তব্য করুন