বিএনপিকে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি সংঘাত সৃষ্টি করেন, সংঘাতের পথে এগিয়ে যান, দেশে শান্তি-শৃঙ্খলা যদি বিঘ্নিত করেন, উন্নয়নের পথে যদি বাধা সৃষ্টি করেন, মানুষের স্বাভাবিক জীবনযাপনে যদি অস্বাভাবিকতা তৈরি করেন? তাহলে যে হাতে বোমা মারবেন, সে হাত ভেঙে দেওয়া হবে। যে হাতে আগুন দেবেন, সে হাত পুড়িয়ে দেওয়া হবে।
গতকাল শুক্রবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষি মার্কেটের শতাধিক ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নানক বলেন, দেশ থেকে বিচ্ছিন্ন আমরা কেউ না। এ কৃষি মার্কেটে আগুন লেগেছিল, আশপাশে গরম হাওয়া লাগেনি? কাজেই দেশে যদি অশান্তির সৃষ্টি হয়, তাহলে কেউ শান্তিতে থাকতে পারব না।
এ আওয়ামী লীগ নেতা বলেন, আমাদের হুমকি দিয়ে লাভ নেই। ২০০৮ সালে শেখ হাসিনাকে ভোট দিয়ে এই বাংলার জনগণ ক্ষমতায় এনেছিল।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯নং ওয়ার্ডের কাউন্সিলর এবং মোহাম্মদপুর কৃষি মার্কেটের সভাপতি সলিমুল্লাহ সলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ সাত্তার, আদাবর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান, ৩২নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন