বিদেশি পর্যবেক্ষক আসুক আর না আসুক, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ভারতে যখন নির্বাচন হয়, তখন বিদেশি পর্যবেক্ষকরা সেখানে যান কি না—প্রশ্ন রেখে এই আওয়ামী লীগ নেতা বলেন, ইউরোপের বিভিন্ন দেশে যখন নির্বাচন হয়, সেখানে কি আমাদের দেশ কিংবা অন্য কোনো দেশ থেকে পর্যবেক্ষক যায়? যায় না।
গতকাল শুক্রবার চট্টগ্রামের দেওয়ানজী পুকুর লেনের ওয়াইএনটি সেন্টারে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল না পাঠানো প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
এদিকে রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, গতকাল বিকেলে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। এ সময় জাতীয় নির্বাচনের জন্য দলীয় নেতাদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আবুল কাশেম চিশতি ও রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার।
গতকাল রাঙ্গুনিয়ায় প্রথম গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠান ‘দাশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল বিকেলে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তৃপ্তি ধরের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএনও আতাউল গনি ওসমানী, প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর কামনাশীষ দাশ রুবেল, ডিরেক্টর শওকত বিন ইউনুস প্রমুখ।
মন্তব্য করুন