আগামীতে নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং অংশগ্রহণমূলক হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কে এলো, কে গেল—দেখার বিষয় নয়। সুষ্ঠু নির্বাচন উপহার দিতে কাজ চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। এ জন্য যা যা প্রয়োজন আমাদের সরকার সে উদ্যোগ নিয়েছে, যারা ভুল ধারণা নিয়ে রয়েছে, তাদের ধারণা অচিরেই কেটে যাবে।
গতকাল শুক্রবার মুন্সীগঞ্জের গজারিয়ায় বাংলাদেশের প্রথম প্রিমিয়াম ওয়াটার পার্ক ‘মানা বে’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ম্যাট ক্যানেল, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু জাফর রিপন। আরও ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, মোহাম্মদ আসলাম খান, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার, গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজ।
মানা বের স্বত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক ওভাইস আকবানি বলেন, আমাদের উদ্দেশ্য হলো কর্মসংস্থান সৃষ্টি ও বাংলাদেশের সার্বিক উন্নতিতে অবদান রাখার মাধ্যমে আঞ্চলিক অর্থনীতির স্রোতকে বেগবান করা।
এদিন মানা বে পার্কটি আনুষ্ঠানিকভাবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। সম্পূর্ণ ব্রিটিশ বিনিয়োগে নির্মিত এ পার্কের মালিকানায় রয়েছে এসিএস টেক্সটাইল।
মন্তব্য করুন