রাইস কুকারের ভেতরে লুকিয়ে আনা ১ কেজি ৭০০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। এ সময় শারজাহ থেকে আসা মোহাম্মদ আলী নামে এক যাত্রীকে আটক করেন কাস্টমস কর্মকর্তারা। সে সময় তার কাছ থেকে ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকারও জব্দ করা হয়।
গতকাল শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার এরাবিয়ান বিমানে ওই ব্যক্তি চট্টগ্রামে আসেন। জব্দ স্বর্ণের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় কোটি টাকা। আটক মোহাম্মদ আলীর বাড়ি হাটহাজারী উপজেলার চিকনদণ্ডি এলাকায়।
চট্টগ্রাম কাস্টম হাউসের এয়ারপোর্ট ইউনিটের ডেপুটি কমিশনার মো. আহসান উল্লাহ জানান, আটক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে তল্লাশি করেন কাস্টমস ও স্ক্যানিং কর্মকর্তারা। সে সময় লাগেজ কেটে রাইস কুকারের মধ্যে বিশেষ কায়দায় লোহার খাঁচের মধ্যে লুকানো ১ কেজি ৭০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। ওই যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন