রাজধানীর ওয়ারীর মেথরপট্টি এলাকায় ময়লার ড্রেন সম্প্রসারণের জন্য রাস্তা খনন করার সময় বিদ্যুৎস্পর্শে এক শ্রমিক মারা গেছেন। নিহত দেলোয়ার হোসেন ঠিকাদারের মাধ্যমে দক্ষিণ সিটি করপোরেশনের কাজ করতেন।
গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দেলোয়ারের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বৌলান গ্রামে। দুই মাস ধরে তিনি এই কাজ করছিলেন।
সহকর্মী মো. আজিজুর রহমান জানান, ওয়ারীর জয়কালী মন্দির সংলগ্ন ফ্লাইওভারের নিচে ঝুপড়ি ঘরে থাকতেন তারা। ঠিকাদারের মাধ্যমে সিটি করপোরেশনের শ্রমিকের কাজ নেন। সকাল থেকে ড্রেন সম্প্রসারণের জন্য রাস্তা কাটছিলেন।
শাবল দিয়ে কাটার একপর্যায়ে রাস্তার নিচে থাকা বিদ্যুতের তার কেটে বিদ্যুৎস্পৃষ্ট হয় দেলোয়ার। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া কালবেলাকে জানান, ওয়ারী থেকে এক শ্রমিককে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ মর্গে রাখা হয়েছে। তদন্তের জন্য ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।
মন্তব্য করুন