ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনোলজিস্ট আরিফুজ্জামানের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে ঝিনাইদহ দুর্নীতি দমন কমিশনের একটি টিম। গত বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন দুদকের ঝিনাইদহ সমন্বিত অফিসের সহকারী পরিচালক আসাদুজ্জামান। এ সময় ল্যাব ও এক্স-রে ইউনিটে রোগীদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় একের পর এক দুর্নীতির প্রমাণ মেলে হাতেনাতে। দুদকের ঝিনাইদহ অফিসের সহকারী পরিচালক আসাদুজ্জামান জানান, তারা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব ও এক্স-রে ইউনিটে অভিযান পরিচালনা করেন। রোগীদের বিভিন্ন পরীক্ষার কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর হাতেনাতে দুর্নীতির প্রমাণ পেয়েছেন তারা। তথ্যপ্রমাণসহ দুদকের কেন্দ্রীয় কার্যালয়ে তারা প্রতিবেদন দাখিল করবেন।
মন্তব্য করুন