কালবেলা প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৮ এএম
প্রিন্ট সংস্করণ
জাতীয়তাবাদী সমমনা জোট

এই সরকারের আয়ু আর মাত্র ৩০ দিন

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আয়ু আর মাত্র ৩০ দিন বলে দাবি করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। তিনি বলেন, বিরোধী দলগুলোর চলমান যুগপৎ আন্দোলনে আগামী ৩০ দিনের মধ্যে এ সরকারের পতন ঘটবে। এরপর নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। সেই সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

গতকাল শুক্রবার বিকেলে পুরানা পল্টন মোড়সংলগ্ন আলরাজি কমপ্লেক্সের সামনে একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সমমনা জোটের বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ড. ফরহাদ। এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, জাগপার এস এম শাহাদাত, বাংলাদেশ ন্যাপের এম এন শাওন সাদেকী ও আ ফ ম ইউসুফ, বিকল্পধারার শাহ আহমেদ বাদল, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সুকৃতি মণ্ডল, এনপিপির নবী চৌধুরী ও মো. ফখরুজ্জামান প্রমুখ।

পশ্চিমারা মুখ ফিরিয়ে নিয়েছে: ১২ দলীয় জোট নেতারা বলেছেন, এ সরকারের প্রতি পশ্চিমা বিশ্বসহ কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের সমর্থন নেই। এসব রাষ্ট্র বাংলাদেশের নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অবাধ নির্বাচন নিয়ে বিদেশিদের শঙ্কা এবং গণতন্ত্রহীনতার কারণে গণতন্ত্রকামী রাষ্ট্রগুলো আসন্ন নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না বলে জানিয়ে দিয়েছে।

গতকাল বিকেলে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে একদফা দাবিতে ১২ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশে তারা এসব কথা বলেন। জোটপ্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে এবং বাংলাদেশ এলডিপির অতিরিক্ত মহাসচিব তমিজউদ্দিন টিটুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএমএলের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির শাহাদাত হোসেন সেলিম ও জাগপার রাশেদ প্রধান প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিজয়নগর থেকে শুরু হয়ে নাইটিংগেল মোড় ঘুরে পুরানা পল্টনে গিয়ে শেষ হয়।

দেশকে অরাজকতার দিকে ঠেলে দিয়েছে: এলডিপির প্রেসিডেন্ট অলি আহমদ বলেছেন, বর্তমান সরকার পুরো দেশকে অরাজকতা, অপশাসন এবং দুর্নীতির দিকে ঠেলে দিয়েছে, সর্বত্র হাহাকার। অন্যদিকে অতিবর্ষণ ও বন্যার কারণে মানুষের কষ্টের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে; কিন্তু সরকার নির্বিকার। তিনি বলেন, একমাত্র উপায় অবাধ, সুষ্ঠু এবং তত্ত্বাবধায়ক সরকারের আওতায় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিশ্চিত করা। হয়তো এর মাধ্যমে মানুষের দুঃখ-দুর্দশা লাঘব হবে।

বিকেলে পূর্ব-পান্থপথের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলডিপি আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি। সমাবেশে আরও বক্তব্য দেন এলডিপির নেতা নূরুল আলম তালুকদার, নেয়ামুল বশির, আওরঙ্গজেব বেলাল, এস এম মোরশেদ প্রমুখ।

পুলিশ দিয়ে কণ্ঠরোধ করা যাবে না: গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, কথা পরিষ্কার, এ সরকারকে পদত্যাগ করতে হবে। নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। ১৪ বছরের ভোটবঞ্চিত তরুণরা রাস্তায় নেমেছে, বেকারত্বের অভিশাপে জর্জরিত তরুণরা কর্মসংস্থানের দাবিতে রাস্তায় নেমেছে। একদফা দাবি আদায় না করে ঘরে ফিরবে না। ছাত্রলীগ-যুবলীগ-পুলিশ লীগ দিয়ে জনতার কণ্ঠ রোধ করা যাবে না।

গতকাল বিকেলে একদফা দাবিতে উত্তর বাড্ডা ওভারব্রিজের সামনে গণঅধিকার পরিষদের (নুর) পদযাত্রা-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন দলটির নেতা রাশেদ খান, আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম ও ফাতেমা তাসনিম প্রমুখ। পরে উত্তর বাড্ডা ওভারব্রিজের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে রামপুরা ব্রিজে এসে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্প আতঙ্কে দোতলা থেকে লাফ দিয়ে দুই শিক্ষার্থী আহত

জলবায়ু অভিঘাত মোকাবিলায় সর্বজনীন আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার আহ্বান তথ্যমন্ত্রীর

ইউএনওর বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর 

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরাক

অলিম্পিকে ৪ ডিসিপ্লিনে আবেদন করবে বাংলাদেশ

সমমনা জোট থেকে মাইনরিটি জনতা পার্টিকে বহিষ্কার

আ.লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলেন যারা

মোতালেবের সমর্থকদের হুমকি-ধমকি, দুই থানায় জিডি

নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নকল, কারাগারে ২

ডেঙ্গুতে মৃত্যু কমল, হাসপাতালে ভর্তি ৬০৫

১০

ঢাকায় সমাবেশের ঘোষণা আওয়ামী লীগের 

১১

অবরোধ সফলে রিজভীর নেতৃত্বে রাজধানীতে মশাল মিছিল

১২

পুলিশ পরিচয়ে পুলিশের সঙ্গেই প্রতারণা, গ্রেপ্তার ১

১৩

লেভানদোভস্কির সঙ্গে ইচ্ছা করেই বিরোধে জড়ান মেসি

১৪

ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘোষণা

১৫

অপরাজনীতি করে দেশকে ব্যর্থ করতে চাইলে রুখে দেওয়া হবে : নাছিম

১৬

খুলে নেওয়া হলো রেলপথের নাট-বল্টু, বিলম্বে ছাড়ল ‘কক্সবাজার এক্সপ্রেস’

১৭

বিএনপির জ্বালাও-পোড়াও বন্ধে তরুণদের নৌকায় ভোট দিতে বললেন সজীব ওয়াজেদ

১৮

এক দিনে গাজার ৪০০ স্থাপনায় ইসরায়েলের হামলা

১৯

লেটস টক / স্মার্ট বাংলাদেশ নিয়ে তরুণদের প্রশ্নের উত্তরে যা জানালেন সজীব ওয়াজেদ

২০
X