ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, দেশের উন্নয়ন আর বেকারত্ব দূরীকরণে প্রধানমন্ত্রীর ২৮ অক্টোবর চট্টগ্রাম সফর দেশে নতুন ইতিহাস সৃষ্টি করবে। এ দিন চট্টগ্রামের মানুষের জন্য একগুচ্ছ উপহার নিয়ে আসবেন বঙ্গবন্ধুকন্যা। পাশাপাশি আগামী ১০০ বছরের টার্গেট নিয়ে উন্নয়নের দ্বার খুলবেন বঙ্গবন্ধু টানেলের। তাই আনোয়ারা, কর্ণফুলী ছাড়াও পুরো চট্টগ্রামের জন্য এ দিনটি আনন্দের দিন। এ আনন্দ চট্টলার ঘরে ঘরে উদযাপন করবে মানুষ। চট্টগ্রামবাসীর জন্য এ দিন হবে টানেল উৎসব।
গতকাল শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামের আনোয়ারার বৈরাগ ইউনিয়নে ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সুধী সমাবেশের সভাস্থল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী আরও বলেন, ২৮ অক্টোবরের সমাবেশে পাঁচ লক্ষাধিক লোকের সমাগম হতে পারে। উৎসাহিত হয়ে চট্টগ্রামের মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নিজ দায়িত্বে চলে আসবে। এমনও হতে পারে পুরো আনোয়ারা লোকে লোকারণ্যে পরিণত হবে।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন, ভূমি মন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদুয়ানুল করিম চৌধুরী সায়েম প্রমুখ।
২৮ অক্টোবর প্রধানমন্ত্রীর সমাবেশ নির্বিঘ্ন করতে বৈরাগ চায়না ইকোনমিক জোনের মাঠ, কোরিয়ান ইপিজেডের ভেতরের মাঠ, বৈরাগ পানির ট্যাঙ্ক নামক স্থানের মাঠসহ তিনটি মাঠ পরিদর্শন করেন ভূমিমন্ত্রী।
মন্তব্য করুন