জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে নোয়াখালীর সুধারামের বিনোদপুর ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামে (লালপুর গ্রামে) একটি পরিবারের ওপর হামলা চালিয়ে তাদের বসতঘর ভাঙচুর ও জমি জবরদখলের চেষ্টা করেছে প্রতিপক্ষ। গতকাল শুক্রবার সকালে এ ঘটনাটি ঘটে। এ সময় তাদের হামলায় ঘরের মালিক শিবানী রানী পাল (৫০) ও রাখাল চন্দ্র পাল (৩৫) আহত হয়েছেন। এর মধ্যে শিবানী রানীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে প্রতিপক্ষের সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ব্যাপারে জানতে চাইলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, স্থানীয় গোপাল চন্দ্র পালের সঙ্গে দীর্ঘদিন থেকে তাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি সমাধান না হওয়ায় গোপাল বাদী হয়ে আদালতে ১৪৪ ধারা জারি করেন। বাদী নিজেই এই ধারা ভঙ্গ করে হামলা চালিয়ে দখলের চেষ্টা চালায়।
মন্তব্য করুন