খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, অনিরাপদ খাদ্য অখাদ্যের শামিল। তাই নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। স্মার্ট বাংলাদেশ গঠনের অন্যতম শর্ত হচ্ছে নিরাপদ খাদ্য নিশ্চয়তা।
গতকাল শুক্রবার সকাল ১১টায় শিবপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে খাদ্য সংরক্ষণে বাংলাদেশে আগের চেয়ে বেশি খাদ্য মজুত রয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
মন্ত্রী হোটেল ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, যারা হোটেল ব্যবসা করেন ভোক্তা যেন টাকা দিয়ে ক্রয় করা খাবার নিয়ে কোনো অভিযোগ না করে। ভোক্তার কথা মাথায় রেখে পচা-বাসি খাবার না দেওয়ার আহ্বান জানান।
খাদ্যমন্ত্রী আরও বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য স্মার্ট জনগণ প্রয়োজন। আর স্মার্ট জনগণের জন্য প্রয়োজন নিরাপদ খাদ্য। সরকার নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। সরকারের পাশাপাশি প্রতিটি পরিবারের সদস্যদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও প্রকল্প পরিচালকের সদস্য মঞ্জুর মোর্শেদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক জাহিদ হাসান বিপ্লবসহ সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, হোটেল ব্যবসায়ী ও ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন