আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রাজপথে কাকে কীভাবে মোকাবিলা করতে হয়, আওয়ামী লীগ সেটা জানে। যে ভাষায় তারা (বিএনপি) কথা বলছে, সেটা ইঙ্গিত দেয় তারা দেশে একটি রাজনৈতিক সহিংসতা চায়; কিন্তু কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। গতকাল রোববার সচিবালয়ে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন নির্ধারণ করবে কখন নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সবসময় নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত। অনেক রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে।
সরকার পতনে বিএনপির আলটিমেটামের পরিপ্রেক্ষিতে হাছান মাহমুদ বলেন, কয়েকদিন আগে তারা বলেছিল ৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে বিদেশ পাঠানো না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না।
৪৮ ঘণ্টা পেরিয়ে ১২০ ঘণ্টা পেরিয়ে গেছে, কিছু তো হয়নি। মন্ত্রী বলেন, জাপানের রাষ্ট্রদূত আগামী নির্বাচনের প্রসঙ্গ টানলে আমি বলেছি ফ্রি, ফেয়ার ও ট্রান্সপারেন্ট নির্বাচন হবে। যদিও নির্বাচন করা, স্থগিত করা সেটি নির্বাচন কমিশনের দায়িত্ব। আমরা সর্বাত্মকভাবে নির্বাচন কমিশনকে সহায়তা করব।