ডিএমপির নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গতকাল শ্রদ্ধা নিবেদন করেছেন। পরে তিনি বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট শাহাদাতবরণকারী সবার আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন।
এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারবৃন্দ, যুগ্ম পুলিশ কমিশনার, উপকমিশনারসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাবিবুর রহমান ডিএমপির ৩৬তম পুলিশ কমিশনার হিসেবে গত শনিবার যোগ দেন। এর আগে তিনি ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।