সড়কে দুর্ঘটনাজনিত মৃত্যু কমাতে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়নের দাবি জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)। রোড সেফটি প্রকল্পে যে বরাদ্দ রয়েছে তা পুরোপুরি সেফ সিস্টেম অ্যাপ্রোচের কাজে ব্যবহার করারও দাবি জানিয়েছে সংগঠনটি। গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
লিখিত বক্তব্যে ইলিয়াস কাঞ্চন বলেন, উন্নত দেশগুলো নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য সেফ সিস্টেম অ্যাপ্রোচ তথা বহুমুখী পরিবহন ব্যবস্থা, নিরাপদ সড়ক, নিরাপদ যানবাহন, নিরাপদ সড়ক ব্যবহারকারী এবং দুর্ঘটনা-পরবর্তী ব্যবস্থাপনার আলোকে নিজেদের আইনি ও নীতি কাঠামো প্রণয়ন করে যথাযথ বাস্তবায়নে সুফল পেয়েছে।
সংবাদ সম্মেলনে আরও ছিলেন নিসচার মহাসচিব লিটন এরশাদ, বেলায়েত হোসেন খান নান্টু, মঞ্জুলী কাজী, আব্দুর রহমান, ফিরোজ আলম মিলন, নাহিদ মিয়া, মহসিন হোসেন খান প্রমুখ। আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচার পক্ষ থেকে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়।