সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতে এমআইএসটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সশস্ত্র বাহিনী বিভাগ ও এমআইএসটির যৌথ ব্যবস্থাপনায় এ সেমিনার হয়।
আইএসপিআর জানিয়েছে, সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিশেষ অতিথি ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। স্বাগত বক্তব্য দেন মেজর জেনারেল সাইদুল ইসলাম। সেমিনার সঞ্চালনা করেন ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুল করিম মজুমদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেজর জেনারেল ইমদাদ-উল-বারী। শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মাহফুজুল ইসলাম সাইবার হুমকি মোকাবিলার প্রস্তুতিবিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন। বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটি অফিসার ইসহাক মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের রাসেল টি আহমেদ ও গ্রামীণফোনের প্যানেলিস্ট সিকিউরিটি আর্কিটেক্ট শাহাদাত হোসেন বক্তব্য দেন।