প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহীন বলেছেন, দেশের আইন ব্যবস্থায় কিছু ত্রুটি আছে সেগুলো সংশোধন করতে হবে এবং যুগোপযোগী করার দায়িত্ব সরকারের। সেদিকে খেয়াল রাখার জন্য মন্ত্রী ও সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। গতকাল রোববার বিকেলে নেত্রকোনা পৌরসভা ও নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল হাসান এসব কথা বলেন।
নেত্রকোনা পৌরসভার মেয়র ও নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, সাংসদ অসীম কুমার উকিল, সাজ্জাদুল হাসান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান শেফালি, জাকিয়া মনি, বিচারপতি কামরুল কাদের, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গোলাম কবির, জেলা প্রশাসক শাহেদ আহমেদ, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জিপি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়, সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটন প্রমুখ।