ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, দেশের সর্বত্র দলীয়করণ ও দুর্নীতির মহোৎসব চলছে। ধর্মনিরপেক্ষতার কথা বলে সরকার ধর্মহীনতার দিকে জাতিকে ঠেলে দিচ্ছে।
গতকাল রোববার পুরানা পল্টনে আইএবি মিলনায়তনে ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিষদের ২০২৩-২০২৫ সেশনের কমিটিতে রয়েছেন সভাপতি আবুল কাশেম, সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াদুদ, সহসভাপতি আব্দুল মালেক, সেক্রেটারি জেনারেল খালেকুজ্জামান, জয়েন্ট সেক্রেটারি কাজী রফিকুল ইসলাম, অ্যাসিসট্যান্ট সেক্রেটারি আব্দুল হামিদ মাস্টার, সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়া, সহকারী সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আবুল হোসেন, সহ-প্রচার সম্পাদক ফারুক হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক গোলাম মোস্তফা, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুস সাত্তার, সহ-অর্থ সম্পাদক মো. শাহজাহান, দপ্তর সম্পাদক আছমত আলী, সহ-দপ্তর সম্পাদক পিএম শাহজাহান, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক নূরু মিয়া, সহশিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আবুল কালাম, মুক্তিযোদ্ধা কল্যাণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-মুক্তিযোদ্ধা কল্যাণ সম্পাদক আইনুল ইসলাম, মুক্তিযুদ্ধ প্রজন্মবিষয়ক সম্পাদক তানজির মাস্টার, আইনবিষয়ক সম্পাদক আহমদ অলী, কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, সংখ্যালঘুবিষয়ক সম্পাদক মহিউদ্দিন মণ্ডল, মহিলাবিষয়ক সম্পাদক রুহুল আমীন খান, সদস্য আবুল হাসেম খান, মঞ্জুরুল ইসলাম, দবির উদ্দিন, গোলাম মাওলা, আব্দুল বারী ও আব্দুল হাই।