দেশের সব ব্যাংকের কাছে ডিজিটাল বিজ্ঞাপনের লেনদেনের হিসাব জানতে চেয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বছরের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৩০ জানুয়ারির মধ্যে সংঘটিত এ লেনদেনের হিসাব দাখিল করতে ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়েছে। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংক এ চিঠি পাঠিয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র দৈনিক কালবেলাকে নিশ্চিত করেছে।
চিঠিতে দুটি ভিন্ন টেবিলে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন-সংক্রান্ত লেনদেনের বেশকিছু তথ্য জানতে চাওয়া হয়েছে। একটি টেবিলে মেটা, গুগলের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে বিজ্ঞাপন বাবদ খরচকৃত অর্থের পরিমাণ, উৎসে কর্তনকৃত কর, প্রকাশিত বিজ্ঞাপনের ব্যাপ্তিকাল এবং বিজ্ঞাপন বাবদ দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ জানতে চাওয়া হয়েছে। আরেক টেবিলে টাকা বাইরে পাঠানো এজেন্সির নাম, বিজ্ঞাপন প্রচার করা প্রতিষ্ঠানের নাম, প্রচারিত বিজ্ঞাপন বাবদ পাঠানো অর্থের পরিমাণ, বিজ্ঞাপনের ব্যাপ্তিকাল এবং প্রতি ইউনিটের মূল্য বা দর জানতে চাওয়া হয়েছে।
ডিজিটাল মাধ্যমগুলোতে বিজ্ঞাপন প্রচার বাবদ কী পরিমাণ অর্থ খরচ হচ্ছে, তার সঠিক হিসাব কোনো সরকারি সংস্থার কাছে নেই মর্মে গত শনিবার সংবাদ প্রকাশ করে কালবেলা। এর পরই দেশের ব্যাংকগুলোকে এ তথ্য চেয়ে চিঠি দেবে কেন্দ্রীয় ব্যাংক—এমন তথ্য পাওয়া যাচ্ছিল।