স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পশ্চিমা শক্তি কত ধরনের সবক দিচ্ছে, নিজেদের দেশে কী করছে, তার খবর নেই। বঙ্গবন্ধুর আদর্শ ও জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সবক দিয়ে লাভ নেই। গতকাল রোববার ফেনীর ছাগলনাইয়ায় বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ১৪ দল আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ যা কিছু উন্নয়ন হচ্ছে, তার পরিকল্পনা বঙ্গবন্ধু অনেক আগেই করে গেছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সবার জন্য শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান। তার কন্যা শেখ হাসিনা তা একে একে বাস্তবায়ন করে যাচ্ছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে প্রচলিত আইনে যা নির্দেশনা দেওয়া আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তা দেশবাসীকে এরই মধ্যে জানিয়ে দিয়েছেন।’
ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বাসদ সভাপতি রেজাউর রশীদ, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য কামরুল আহসান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।