প্রতিবছর দেশে প্রায় ১৩ হাজার নারী নতুন করে স্তন ক্যান্সারে আক্রান্ত হন। একই সময় ৮ হাজার নারী স্তন ক্যান্সারে মারা যান। প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় হলে স্তন ক্যান্সার ভালো হয়। ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। গতকাল বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম এর আয়োজন করে।
সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করেন ফোরামের প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার। বক্তব্য দেন বারডেমের সাবেক পরিচালক অধ্যাপক শুভাগত চৌধুরী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি হালিদা হানুম আখতার, চিকিৎসক আবু জামিল ফয়সাল, জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার মশিউদ্দিন শাকের প্রমুখ।
মূল প্রবন্ধে বলা হয়, দেশের বিভিন্ন পর্যায়ে হাসপাতালগুলোতে সরকারের সহযোগিতায় ক্যান্সার চিকিৎসা চালু থাকলেও তা অসংগঠিত ও অসম্পূর্ণ। অবিলম্বে স্তন, জরায়ুমুখ ও মুখগহ্বরের ক্যান্সারের জন্য সামাজভিত্তিক, সংগঠিত ও সমন্বিত জাতীয় স্ক্রিনিং কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি।
ডা. আবু জামিল ফয়সাল বলেন, অজ্ঞতার জন্য আমরা অনেক রোগাক্রান্ত হই। সুস্থতার জন্য ভালো খাবার গ্রহণের সঙ্গে আর কী করা উচিত, তা জানতে হবে।
মশিউদ্দিন শাকের বলেন, চারদিকে ভেজাল খাদ্য আমাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। তাই খাবার গ্রহণের বিষয়ে সচেতন হতে হবে।
স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে মাসব্যাপী ৬৪ জেলায় নানা কর্মসূচি পালন করা হবে।