৯৯৯-এ কল পাওয়ার পর গভীর সমুদ্রে ডুবতে থাকা একটি লাইটার জাহাজের ১৩ ক্রুকে উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল রোববার কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। মুনিফ তকি জানান, এমভি ‘হুমাইরা’ নামে একটি লাইটার জাহাজ শনিবার সকালে চট্টগ্রাম থেকে ৭৫০ টন কয়লা নিয়ে ঢাকার উদ্দেশে রওনা করে। ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত থাকা সত্ত্বেও জাহাজটি সমুদ্রে যাত্রা করে। একপর্যায়ে লাইটার জাহাজটির হ্যাচ কভার ক্ষতিগ্রস্ত হয়ে জাহাজের ভেতরে পানি ঢুকতে থাকে এবং ইঞ্জিন বিকল হয়ে যায়। খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল অভিযান পরিচালনা করে লাইটার জাহাজের ১৩ ক্রুকে উদ্ধার করে।